সেতু বিপর্যয়ে বিহ্বল মোদি
গুজরাটের (Gujrat) মোরবি। সেখানে কাচ্ছু নদীর ওপর এই ব্রিটিশ আমলের ব্রিজ (morbi bridge)। রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল ঝুলন্ত সেতুটি। খুলে দেওয়া হয়েছিল মাত্র ৬ দিন আগে। ব্রিজে উঠে মজা নিতে তখন সেখানে কয়েকশো মানুষের ভিড়। আচমকাই এভাবে ছিঁড়ে ফেলল গোটা ব্রিজ (bridge collapse)। নদীর জলে তলিয়ে গেলেন অনেকে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে এরমধ্যেই মৃতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। এই ব্রিজ ভেঙে পড়ার মুহূর্তেই সেখানে ছিলেন একজন। আহত অবস্থায় আপাতত হাসপাতালে ভর্তি। তিনি শোনালেন তাঁর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।পুরো ঘটনায় শোকের ছায়া। দুর্ঘটনায় বিহ্বল প্রধানমন্ত্রীও। মোরবির কথা বলতে গিয়ে তাঁর কন্ঠও রুদ্ধ হয়ে আসে। চোখে আসে জল। বলেন, এমন দুঃখ কমই পেয়েছি। এরমধ্যেই সেতু সংস্কার সংস্থা ওরেভার চার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই কীভাবে সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Tags:
Gujarat bridge collapse
Morbi cable bridge collapse
morbi bridge collapse
bridge collapse
bridge collapse in morbi
bridge collapse in gujarat
gujarat cable bridge collapse
bridge collapse gujrat
visuals of bridge collapse gujarat
bridge collapsed
cable bridge collapse
bridge collapse in india
morbi bridge collapse 2022
bridge collapse in morbi village
cable bridge collapses in morbi
morbi bridge collapse update
modi bridge collapse
pm modi bridge collapse