img

Follow us on

Friday, Sep 20, 2024

Draupadi Murmu: ১৮ রাজ্যে ১২৬ ক্রস ভোট! দেখুন দ্রৌপদীকে ক্রসভোটিংয়ের পুরো তালিকা

দেখুন দ্রৌপদীকে ক্রসভোটিংয়ের পুরো তালিকা

  2022-07-22 20:42:41

জয় নিশ্চিতই ছিল। কিন্তু ৬৪শতাংশ ভোট পাবেন, তা প্রত্যাশা করা যায়নি। তাহলে কিভাবে এল এমন সমর্থন। উত্তর সোজা। বিরোধী শিবিরের জোট ভেঙে। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে হুইপ চলে না। সাংসদ আর বিধায়করা দলের নয় নিজের মতে ভোট দিতে পারেন। সেই কারণেই ক্রস ভোটিং আটকানো সম্ভব নয়। হিসেবে দেখা যাচ্ছে চূড়ান্ত হিসেব পর্যন্ত দেখা যাচ্ছে, ১৮ রাজ্যের ১২৬ জন বিধায়ক এবং ১৭ জন সাংসদ ক্রস ভোট করেছেন দ্রৌপদী মুর্মুর পক্ষে। ঘুরিয়ে দিয়েছেন রাইসিনার রেকর্ড।

প্রত্যাশা মতোই ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী ঘোষণাই করেছিলেন তারা রাইসিনার দৌড়ে পাশে থাকবেন দৌপদীর। ফলে, বিরোধী প্রার্থী যশোবন্তের নিজের রাজ্যে শুরুতেই পিছিয়ে পড়ে বিরোধী জোট। ক্রস ভোটিং হয়েছে যশবন্ত সিনহার নিজের রাজ্য ঝাড়খন্ডেই। মহারাষ্ট্রে বিজেপির ক্ষমতা দখলের পর কতটা ক্রসভোটিং হয়, সেটাই ছিল দেখার বিষয়। মহারাষ্ট্র প্রত্যাশা রেখেছে। জোরালো ভাবে বিরোধী ভোট ভেঙেছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাটেও। 
  
তবে ভাঙন সবচেয়ে বেশি আসামে। বাড়তি তেইশ ভোট গেছে দ্রৌপদীর ঝুলিতে। বাদ যায়নি বাংলাও। তৃণমূলের বাক্সেও ভাঙন ধরিয়েছেন আদিবাসী কন্যা। ৭০ বিজেপি বিধায়ক থাকলেও ৭১জনের সমর্থন গেছে দ্রৌপদীর দিকে। আর চার চারটি ভোট নষ্ট করেছেন তৃণমূল বিধায়ক সাংসদরা। ফলে  মোট ৫টি ভোট কম পেয়েছেন বিরোধী প্রার্থী যশোবন্ত সিনহা। আর দূরত্ব বাড়িয়েছেন দ্রৌপদী। 
কিন্তু কোন সে পাঁচ তৃণমূল? হিসেব চলছে শাসক ঘরে। ততক্ষণ আমরা বরং দেখেনি, দেশ জুড়ে দ্রৌপদীর পক্ষে বিরোধী জোটের ভাঙ্গনের ছবি।

রাজ্য ক্রসভোটিং
আসাম ২২
মধ্যপ্রদেশ ১৯
মহারাষ্ট্র ১৬
উত্তরপ্রদেশ ১২
গুজরাট ১০
ঝাড়খন্ড ১০
বিহার
ছত্তীশগড়
রাজস্থান
গোয়া
পশ্চিমবঙ্গ

মোট ৬৪ শতাংশ ভোট পেয়ে রাষ্ট্রপতি পদে জয়লাভ করেছেন দ্রৌপদী মুর্মু। গতকালই রাজ্যসভার সেক্রেটারি জেনারেল জয়ের শংসাপত্র তুলে দেন। তাঁকে বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সর্বভারতীয় সপভাপতি জেপি নাড্ডা। 
শুভেচ্ছা আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। চলছে উৎসব নাচ গান ধামসা মাদল। 

নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নিতে পুরীর বালুকাবেলায় নিজের শিল্প সৃষ্টি করেছেন শিল্পী সুদর্শন পট্টনায়ক। নিজের রাজ্যের মেয়েকে এভাবেই তুলে ধরেছেন তিনি। সোমবারই রাষ্ট্রপতি পদে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। কিন্তু তার আগেই বালি শিল্পী সুদর্শন পট্টনায়ক আগামী রাষ্ট্রপতির বিশেষণ ঠিক করে দিয়েছেন। জনগণের রাষ্ট্রপতি।

 

Tags:

Cross voting

Droupadi Murmu

draupadi murmu president

draupadi murmu news

draupadi murmu latest news

draupadi murmu village

president draupadi murmu

cross voting in presidential election

presidential election cross voting

cross voting in presidential polls

cross voting presidential elections

 congress cross voting

congress mla's cross voting

opposition mla cross voting

cross voting for draupadi murmu

   draupadi murmu

draupadi murmu president of india

draupadi murmu new president

draupadi murmu today

president of india draupadi murmu

draupadi murmu pm modi

new president draupadi murmu


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর