দেশের ১৫তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
দেশের ১৫তম রাষ্ট্রপতি কে হতে চলেছেন, তা প্রথম রাউন্ড গণনার শেষেই ঠিক হয়ে যায়। প্রথমেই সাংসদদের ভোট গোণা হয়। দেখা যায় এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৫৪০টি ভোট. আর বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা ২০৮টি। তখনই শুরু হয়ে যায় উৎসব। ওড়িশায় দ্রৌপদীর গ্রাম রৈরঙ্গপুর তখন উচ্ছ্বাসে ফেটে পড়ছে। ঘরের মেয়ে দেশের রাষ্ট্রপতি। তাই মাদলের দ্রিম দ্রিম তালে, আর নাচের ছন্দে চলে সেলিব্রেশন।
একই ছবি দেখা যায় ওড়িশার পাহাড়পুরে। সেখানে রয়েছে SLS Memorial Residential School. প্রয়াত দুই ছেলে ও স্বামীর স্মৃতির উদ্দেশ্যে এই স্কুল তৈরি করে দিয়েছেন দ্রৌপদী মুর্মু। সেই স্কুল চত্বরেই আজ উৎসবের মেজাজ।
ওড়িশা থেকে দিল্লি, সর্বত্রই এক ছবি । দেশে এই প্রথম আদিবাসী ঘরের মেয়ে হচ্ছেন রাষ্ট্রপতি। তাই নাচের ছন্দে পা মেলান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। তিনি বলেন, এই প্রথম দেশে আক্ষরিক অর্থে গণতন্ত্রের মহিমা ফুটে উঠছে। একটা ইতিহাস তৈরি হচ্ছে।
Tags:
Droupadi Murmu
draupadi murmu president
draupadi murmu news
draupadi murmu latest news
presidential election counting
presidential eletion result 2022
draupadi murmu
draupadi murmu vs yashwant sinha
draupadi murmu live
draupadi murmu village
draupadi murmu and yashwant sinha
droupadi murmu vs yashwant sinha
draupadi vs yashwant
yashwant sinha and draupadi murmu
draupadi murmu today news
president draupadi murmu
draupadi murmu advasi celebration