ড্রোন মহোৎসবে নরেন্দ্র মোদি ( চিত্র এএনআই)
নাম না করে কংগ্রেসকে আক্রমণের কোন অস্ত্রই ছাড়ছেন না প্রধানমন্ত্রী। শুক্রবার দিল্লিতে দেশের সবচেয়ে বড় ড্রোন প্রদর্শনী আর উৎসবের উদ্বোধনী মঞ্চকেও নরেন্দ্র মোদি ব্যবহার করলেন সেই লক্ষেই। পূর্ববর্তী কংগ্রেস সরকারের বিজ্ঞান প্রযুক্তি নীতিকে কার্যত তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, আগের সরকারের আমলে বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার সবসময়েই গরীব বিরোধী ছিল। ২০১৪ সাল পর্যন্ত সাধারণ মানুষের স্বার্থে প্রযুক্তিকে ব্যবহার করা হয়নি।
তিনি বলেন, গত আট বছর সুশাসনের নতুন মন্ত্র উচ্চারণ করেছি। তার ফলও ফলতে শুরু করেছে। খুব শীঘ্রই ভারত বিশ্বের ড্রোন-হাবে পরিণত হবে। যা একটা বড় অংশের বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের জায়গা করে দেবে। মিডিয়া থেকে টুরিজম, সুরক্ষা সবেতেই ব্যবহার করা যাবে এই ড্রোন প্রযুক্তি।
দিল্লির প্রগতি ময়দানে আজ শুরু হল দুদিনের ভারত ড্রোন মহোৎসব। গোটা দেশ থেকে প্রায় ষোলশ প্রতিনিধি যোগ দিয়েছে এই প্রদর্শনীতে। স্ট্রাট-আপ কোম্পানি থেকে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ ফোর্স, বিভিন্ন রাষ্টায়ত্ত সংস্থা যোগ দিয়েছে ড্রোনের মহা উৎসবে।