আর্থিক তছরূপ মামলায় নেতা যাচ্ছেন জেরার মুখে। আর সমর্থকরা দাপট দেখাচ্ছেন রাস্তায়, রেল লাইনে। স্তব্ধ করে দেওয়া হচ্ছে জনপথ। বন্ধ করে দেওয়া হচ্ছে ট্রেন চলাচল।
চতুর্থ দিনের জন্য যখন ইডির জেরার মুখে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তখন দিল্লিতে এই ছবিই দেখা গেল কংগ্রেস সমর্থকদের। সেখানে নেতৃত্ব দিলেন শীর্ষ নেতারা। প্রিয়ঙ্কা গান্ধী থেকে মল্লিকার্জুন খাড়গে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে ব্যস্ত সকলেই। কংগ্রেসের এই ভূমিকায় সোচ্চার হয়েছে বিজেপিও। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র এএনআইকে জানান, এদেশে কেউই রানি ভিক্টোরিয়া বা সম্রাট নন, যে তাঁকে জেরা করা যাবে না। কংগ্রেসের সত্যাগ্রহকে টিপ্পণি কেটে তাঁর মন্তব্য, হেরাল্ড মামলায় দেশের অর্থ যেভাবে নয়ছয় হয়েছে, তার সবকিছুই জানে আমজনতা। তাঁর কটাক্ষ, রাহুন গান্ধীর জানা উচিত, ইডি হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এনটাইটলমেন্ট ডিমান্ড নয়। সোমবার নিয়ে চতুর্থ দফায় ইডির জেরার মুখে রাহুল গান্ধী। গত তিন দিনে প্রায় ৫০ ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁকে। তারপরই বিধ্বস্ত অবস্থায় গোয়েন্দাদের কাছে সময় চেয়েছিলেন তিনি। এদিন তাই ফের হাজিরা।