নেত্রীকে তলব, আস্ফালন নেতাদের
আর্থিক কেলেঙ্কারি মামলায় জড়িত নেত্রী। ডাক পেয়েছেন ইডি অফিসে। আর তার প্রতিবাদে সারা দেশে আগুন জ্বালাল কংগ্রেস। বেঙ্গালুরুতে একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয় তারা। বাইকে আগুন দেয় দিল্লিতে, তেলেঙ্গানায়। বিক্ষোভে সোচ্চার হয় দেশজুড়ে। চণ্ডীগড়ে বিক্ষোভকারীদের সামাল দিতে জলকামান ছুঁড়তে হয় পুলিশকে। হায়দ্রাবাদে ইডি অফিসের সামনে একটি টু হুইলারে আগুন ধরিয়ে দেয় কংগ্রেস কর্মীরা। দলনেত্রীকে কেন জেরা করা হবে, সেটাই প্রশ্ন বিক্ষোভকারীদের।
এদিন সকাল থেকেই উত্তপ্ত ছিল দিল্লি। দলের ছোট বড় সব নেতাই এদিন রাস্তায় নেমে পড়েন। কে কতটা নেত্রীর কাছের, তা প্রমাণে সচেষ্ট ছিলেন তাঁরা। তাই প্রতিবাদের বহর বেড়েছে সময়ের সঙ্গে। দিল্লিতে মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরী, শশী থারুর সহ ৭৫ জন কংগ্রেস সাংসদকে আটক করা হয়। পরিস্থিতি সামাল দিতে একসময় জলকামানও ছুঁড়তে হয় পুলিশকে।
চেন্নাইয়ে প্রতিবাদ ছিল ভিন্ন ধরনের। কাঁসর, ঘণ্টা বাজিয়ে রাস্তায় নেমে পড়েন কংগ্রেস কর্মীরা। চলে ইডির বাপবাপান্ত। প্রতিবাদে সামিল হয় আসামও। গুয়াহাটিতে কার্যত পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে কংগ্রেস কর্মীরা।
কেন্দ্রীয় সংস্থার অপরাধ একটাই। তারা সত্যের উদ্ঘাটনে কংগ্রেস নেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চান। বেশ কয়েক মাস ধরেই সোনিয়া গান্ধীকে তলব করা হচ্ছিল। কিন্তু অসুস্থতার কারণে এতদিন আসতে পারেননি। গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছেন রাহুলকে। নানা অসঙ্গতি মেলায় রাহুল গান্ধীকে পাঁচ দিন জেরা করতে হয়েছে। বৃহষ্পতিবারই প্রথম গোয়েন্দাদের মুখোমুখি হাজির হন কংগ্রেস সভানেত্রী। এদিন তিনঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে সোনিয়া গান্ধীকে। বিকেলের দিকে বাড়ি ফিরে যান তিনি। মাকে সঙ্গ দিতে এদিন ইডি অফিসে হাজির ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী। ছিলেন রাহুলও। গোয়েন্দা সুত্রে খবর, ফের ডাকা হতে পারে সোনিয়াকে। তবে সেদিনও দেশজুড়ে কংগ্রেস বিক্ষোভ দেখাবে কিনা সেটা সময়ই বলবে।
Tags:
Kolkata
Sonia Gandhi
bangla news
Bengali news
Sonia
bangla khobor
bangla khabar
sonia gandhi news
madhyom bangla
sonia ed
sonia gandhi national herald case
sonia gandhi summoned
sonia gandhi ed summons
sonia gandhi latest news
sonia gandhi ed investigation
ed grilled sonia
congress protest
suvendu Adhikari
dilip ghosh