ভারতে এই প্রথম বেসরকারি ট্রেনের যাত্রা শুরু
ভারত গৌরব প্রকল্পের অধীনে দেশে এই প্রথম ছুটতে শুরু করল প্রাইভেট ট্রেন। তামিলনাডুর কোয়েম্বাটুর স্টেশন থেকে মঙ্গলবার সন্ধে ৬টায় ট্রেনটি যাত্রা শুরু করে। বৃহষ্পতিবার সকালে সেটি পৌঁছয় মহারাষ্ট্রের সাইনগর সিরডি স্টেশনে। মাঝে ছিল সাতটি স্টপেজ। তবে মন্ত্রালয়াম স্টেশনে ট্রেনটি ৫ ঘণ্টা দাঁড়ায়। যাত্রীদের মন্ত্রালয়াম মন্দির পরিদর্শন করানোর জন্যই এই ব্যবস্থা। মূলত দর্শনীয় স্থান ঘোরানোর পরিকল্পনা থেকেই এই প্রকল্প। মোট ১৫০০ যাত্রী নিয়ে ছুটবে এই ট্রেন।ট্রেনটিতে মোট ২০টি কোচ আছে। একটি প্রথম শ্রেণির এসি কোচ, তিনটি টু-টিয়ার এসি কোচ, ৮টি থ্রি টিয়ার এসি কোচ, ৫টি স্লিপার ক্লাস, ১টি প্যান্ট্রি কার আর ২টি লাগেজ কাম ব্রেক ভ্যান।
ট্রেনে হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, সেকথা মাথায় রেখে সবসময়ের জন্য একজন চিকিৎসকও থাকবেন ট্রেনে। থাকবে বেসরকারি নিরাপত্তা রক্ষী। এছাড়াও যাত্রাকালীন ট্রেনে থাকবে একজন ইলেকট্রিসিয়ান, একজন এসি মেকানিক, ফায়ার অ্যান্ড সেফটি অফিসার। ট্রেন পরিষ্কারের জন্য রাখা হবে হাউসকিপিং স্টাফ। থাকবেন দক্ষ রাঁধুনিও। নিরামিষ খাবার পরিবেশন করা হবে ট্রেনে।
যাত্রীদের মনোরঞ্জনের জন্য ট্রেনে সওয়ার হবেন একজন রেডিও জকিও। তিনি গান শোনাবেন, ভক্তিমূলক গল্প পরিবেশন করবেন। এরজন্য প্রতিটি কামরাতেই আধুনিক প্রযুক্তির সাউন্ড সিস্টেম লাগানো থাকবে।