img

Follow us on

Sunday, Jan 19, 2025

 Vande Bharat: বাজপেয়ীর পর মোদি,গতির নয়া পথে ভারত?

বাজপেয়ীর পর মোদি,গতির নয়া পথে ভারত?

  2022-12-29 20:19:34


অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) পর নরেন্দ্র মোদি( PM Narendra Modi)। সোনালি চতুর্ভুজ প্রকল্পের (Golden Quadrilateral Project)পর বন্দে ভারত (Vande Bharat)। ২০০১ সালে ভারতে প্রথম শুরু হয়েছিল গতির স্বাদের প্রকল্প। সড়ক পথে জোড়া শুরু হয়েছিল চার মহানগরকে। আজ যখন আপনি, আমি সড়ক পথে ঝড় তুলে এক শহর থেকে অন্য শহরে যাই, তখন তার বুনিয়াদ তৈরি হয়েছিল বিজেপির আমলেই। একটা ভাবনা পাল্টে দিয়েছিল গোটা দেশকে। আজ ভারত বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে দাপাচ্ছে, তার অনেকটাই সম্ভব হয়েছে এই গতির ভারত তৈরির ফলে। কলকাতা থেকে দিল্লি পর্যন্ত হাইওয়ে হয়েছে ১৪৫৩ কিলোমিটার। কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত রাস্তা তৈরি হয়েছে ১৬৮৪ কিলোমিটার। এভাবেই দিল্লি থেকে চেন্নাই পর্যন্ত রাস্তা হয়েছে ২৮৭২ কিলোমিটার। নরেন্দ্র মোদির আমলে এসে এই হাইওয়ের বহর আরও বেড়েছে। দেশজুড়ে বিপ্লব তৈরি হয়েছে সড়ক পথে। এবার সেই বিপ্লবের ঝলকানি রেলপথেও। স্বাধীন ভারত অনেক স্বপ্ন দেখিয়েছে। তবে অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে নয়া ভারত রচনা করেছেন অটল বিহারী বাজপেয়ী থেকে নরেন্দ্র মোদি। আজ বন্দে ভারতে জুড়ছে উত্তর থেকে দক্ষিণ বঙ্গ। গতির সফর এখন তিন ঘণ্টা কমছে। হাওড়া থেকে ভোরে ট্রেনে চেপে দিনের দিনই পৌঁছে যাওয়া যাবে পাহাড়ে। আবার দার্জিলিংয়ে রাত কাটিয়ে পরের দিন সকালে বেরিয়ে রাতে ফিরে আসা যাবে কলকাতায়। শুধু বাংলাই কেন, ট্রেন পথে এই গতির ঝড়ের প্রত্যক্ষদর্শী গোটা দেশ। শুক্রবার হাওড়া থেকে ছুটবে ট্রেন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ। সাজিয়ে তোলা হয়েছে ২২ নম্বর প্লাটফর্ম। নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে ২১ ও ২৩ নম্বর প্লাটফর্ম। বুলেট ট্রেনের বাস্তবায়নের আগে এই সেমি-হাইস্পিড ট্রেনের স্বাদ পাচ্ছে দেশবাসী। বন্দে ভারতে ট্রেন সফর যেমন আরামদায়ক, তেমনি এর নিরাপত্তাও অন্য মাপের। একটা সুরক্ষা কবচ থাকছে এই ট্রেন যাত্রায়। রাজ্যের কথা ভেবে ব্যবস্থা থাকছে স্থানীয় খাবারেরও। হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার দিনই খুলে যাচ্ছে জোকা তারাতলা মেট্রো (Joka Metro)। 
এই পার্পল লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে নতুন করে নিউ জলপাইগুড়ি স্টেশন (New Jalpaigudi Station) বানানোরও শুভ সূচনা করবেন নরেন্দ্র মোদি। ফলে ভারত তথা বাংলায় যাতায়াতের স্বার্থে যে নতুন গতির পথ খুলে যাচ্ছে তা অনস্বীকার্য। 


 

Tags:

 

Narendra Modi

PM Modi

Atal Bihari Vajpayee

joka metro

Vande Bharat Express

Vande Bharat

Vande Bharat Train

vande bharat express train

new vande bharat express

vande bharat express route

vande bharat express news

vande bharat express start

vande bharat express inauguration

vande bharat express fare

vande bharat express timing

vande bharat express outlook

vande bharat express news update

howrah new jalpaigudi vande bharat express

New Jalpaigudi Station

Golden Quadrilateral Project


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর