img

Follow us on

Friday, Sep 20, 2024

Azad: কংগ্রেস ত্যাগ অসন্তুষ্ট আজাদের, ইঙ্গিত ছিল আগেই?

কংগ্রেস ছাড়লেন গুলাম নবি আজাদ

  2022-08-26 23:15:59

সুরটা কেটেছিল আগেই। দু বছর আগেই সনিয়াকে চিঠি দিয়ে সওয়াল করেছিলেন দলীয় নির্বাচনের। দাবি জানিয়েছিলেন স্থায়ী সভাপতি নির্বাচনের। সেই জি-২৩ গোষ্ঠীভুক্ত নেতা গুলাম নবি আজাদ এবার কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্কই ছিন্ন করলেন। আর এর জন্য় দায়ী করলেন রাহুল গান্ধীকে। রাহুলের অপরিণত মানসিকতার জন্যই কংগ্রেস ডুবতে বসেছে বলেও জানিয়েছেন তিনি। দলত্যাগের কারণ তুলে ধরে সনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন পাঁচ পাতার।  

একরাশ খেদ নিয়ে তিনি আজ দল ছেড়েছেন। তবে দলের কাজকর্মে যে তিনি খুশি ছিলেন না, তা বেশ কিছুদিন ধরেই বুঝিয়ে দিচ্ছিলেন। ভাবুক হয়ে পড়ছিলেন বিভিন্ন অনুষ্ঠানে। যেমন ভাবুক ছিলেন রাজ্যসভায় তাঁর বিদায়ী ভাষণে। 

আসলে মুখ্যমন্ত্রী হয়েও কাশ্মীরে সন্ত্রাসবাদ বন্ধ করতে না পেরে তাঁর যে আক্ষেপ ছিল, তাই সেদিন উঠে এসেছিল বারবার। তবে এই কাশ্মীরই যে বিজেপি জমানায় বদল হচ্ছে, ৩৭০ ধারা রদের পর অন্য রূপ পাচ্ছে, তাই সেদিন হয়তো বোঝাতে চেয়েছিলেন গুলাম নবি আজাদ। প্রধানমন্ত্রীর আন্তরিকতা নিয়েও সেদিন ভাবুক হয়ে পড়েছিলেন কংগ্রেস সাংসদ। 

এরপর কেটে গেছে এক বছরের ওপর। কিছুদিন আগেই জম্মু কাশ্মীরের প্রচার কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন গুলাম নবি। এরপর আনন্দ শর্মাও হিমাচলের পর্যবেক্ষক কমিটির প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। ফলে শীর্ষ নেতাদের বিদ্রোহে কংগ্রেস যে আজ ভাঙনের মুখে, তা স্পষ্ট হচ্ছে। এ বছরই কংগ্রেস ছেড়েছেন কপিল সিব্বল, হার্দিক প্যাটেল, সুনীল জাখর, অশ্বিন কুমার, আরপি সিং, জয়বীর শেরগিল, কুলদীপ বিষ্ণোইয়ের মতো নেতারা। একের পর এক ইস্তফায় টলমল অবস্থা শতাব্দী প্রাচীন দলটির। কিন্তু এর জন্য দায়ী কে? দায় নিজের কাঁধে নেবেন সনিয়া গান্ধী, নাকি এখনও অপরিণত বক্তব্য পেশ করে যাবেন রাহুল? প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে কংগ্রেস সমর্থকদের মধ্যেই। 
 
কংগ্রেস ত্যাগ অসন্তুষ্ট আজাদের, ইঙ্গিত ছিল আগেই?

Tags:

Madhyom

bangla news

Bengali news

Ghulam Nabi Azad

gulam nabi azad

ghulam nabi azad news

ghulam nabi azad resign

ghulam nabi azad latest news

ghulam nabi azad resigns

ghulam nabi azad resignation

ghulam nabi azad quits

ghulam nabi azad congress

ghulam nabi azad news today

ghulam nabi azad quits congress

congress leader ghulam nabi azad

ghulam nabi azad latest

gulam nabi azad news

ghulam nabi azad resigns from congress

ghulam nabi azad resign from congress

gulab nabi azad


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর