যোগাভ্য়াসই শান্তি আনতে পারে বিশ্বে
International YOGA Day
প্রধানমন্ত্রী থেকে কলেজ ছাত্র। হিমালয় থেকে কন্যাকুমারিকা। আজ দেশজুড়ে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। শরীরকে সুস্থ রাখার যে মহামন্ত্র যুগ যুগ ধরে ভারতের মুনি ঋষিরা শুনিয়ে গেছেন, দেখিয়ে গেছেন স্বাস্থ্য অটুট রাখার সহজ উপায়, সেই যোগ ব্যায়ামকেই পাথেয় করে সুস্থ জীবনের বার্তা দিতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগ দিবসে মাইসোর প্যালেস প্রাঙ্গনে আমজনতার মধ্যে মিশে গেলেন তিনি। প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ এই যোগাভ্যাসে সামিল হয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, এই যোগাভ্যাসই বিশ্বে ও সমাজে শান্তি আনতে পারে।
প্রধানমন্ত্রীর পাশাপাশি আজ এই যোগদিবসে সামিল হন রাষ্ট্রপতি, কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্যপালরা। গত কয়েক বছরের মতো এবারও যোগদিবস পালনে ব্যস্ত আইটিবিপির জওয়ানরা। হিমালয়ের বুকে বসে বরফ রাজ্যেই চলল তাদের যোগাভ্যাস। রোটাং পাস থেকে সিকিম, অরুণাচল প্রদেশ। আইটিবিপি-র যোগ দিবস পালন হল সর্বত্র। রোটাং পাসে ১৪ হাজার ফুট উচ্চতায় যোগাভ্যাস
২০১৪ সালে ক্ষমতায় আসার পরই আমজনতার মধ্যে যোগাভ্যাস চর্চা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রসঙ্ঘে গিয়ে এই সওয়াল করেন তিনি। তারপর ২০১৫ সাল থেকেই এই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবসের মর্যাদা দেয় রাষ্ট্রসঙ্ঘ। শরীর ঠিক রাখার যে সহজ পথ যুগ যুগ ধরে দেখিয়ে গেছেন আমাদের মুনি ঋষিরা, এখন সেটাই নতুন করে পথ দেখাচ্ছে গোটা বিশ্বকে।