"লক্ষ্য স্থির, আগামী ২৫ বছরে উন্নত ভারত" মোদি
লক্ষ্য স্থির করলেন দেশের প্রধানমন্ত্রী।
স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন আগামী ২৫ বছরের মধ্যে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে উঠে আসতে হবে ভারতকে। তার জন্য প্রয়োজন ১০ দফা কর্তব্য।
শুধু কর্তব্য স্মরণ করিয়েই থামেননি প্রধানমন্ত্রী, তিনি বলেন উন্নত দেশ হতে গেলে, অমৃত মহোৎসবের মঞ্চ থেকেই পঞ্চ পণের শপথ নিতে হবে। কী সেই পঞ্চ-পণ বা পাঁচ প্রতিজ্ঞা?
----মোদির "পাঁচ প্রতিজ্ঞা"
মুছে ফেলতে হবে উপনিবেশবাদের সব চিহ্ন
পরিচিত হতে হবে নিজের শিকড়ের সঙ্গে
বৈচিত্রের মধ্যে ঐক্যকে সুনিশ্চিত করতে হবে
প্রত্যেক নাগরিককে নিজের কর্তব্য পালন করতে হবে
লড়াই করতে হবে দুর্নীতি আর পরিবারতন্ত্রের বিরুদ্ধে
দুর্নীতি আর পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াইকে দেশব্যাপী করার ডাক দিয়ে নাম না করেই জাতীয় স্তরে কংগ্রেসকে যেমন আক্রমণ করলেন তেমনই বিভিন্ন রাজ্যে পরিবারতান্ত্রিক দলগুলোকেও বাদ দিলেন না। বাদ গেলনা এই রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতাদের দুর্নীতি আর তৃণমূলের পরিবারতন্ত্রও।
ভাষণে নাম না করে কংগ্রেসের সমালোচনা করলেও জওহরলাল নেহরুকে স্বাধীনতার হিরো বা নায়ক বলে উল্লেখ করলেন। লক্ষ্মীবাঈ থেকে বীর সাভারকর হয়ে গান্ধী নেহেরু কারও নামই অনুল্লেখ ছিল না ভাষণে। লালকেল্লা থেকে জাতীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকালে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।
Tags:
Modi
PM Modi
Azadi Ka Amrit Mahotsav
75th Independence Day
INDEPENDENCE DAY
India independence day
75 years of india's independence
Independence Day 2022
75 Years Of Indian Independence Day
Indian Independence Day
Target To Nation
Modi Set The Goal
India@75
Narendra Modi Set the Goal
India75
75 years of independence
75 years of indian independence
75 years of independence india
india 75 years of independence
indian independence day 2022
india celebrates 75 years of independence
75 years of independence modi