ব্রিকস বিজনেস ফোরামের বৈঠকে মোদি
রিফর্ম, পারফর্ম আর ট্রান্সফর্ম এই তিন মন্ত্রেই দেশের অর্থনীতির সাড়ে সাত শতাংশ বৃদ্ধি সম্ভব। ব্রিকসের বিজনেস ফোরামের সভায় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি বলেন কোভিড মহামারীর ফলে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক সমস্যার মুখোমুখি পড়েছে দেশগুলো, তাঁর থেকে বেরিয়ে আসতে আর কোভিড পরবর্তী পুনরুদ্ধারের কাজ করতে গিয়ে, সংস্কার-সম্পাদন আর পরিবর্তন এই তিন মন্ত্রেই জোর দিয়েছে ভারত। প্রধানমন্ত্রীর আশা, এর ফলে বাইশ-তেইশ আর্থিক বছরে সাড়ে সাত শতাংশ আর্থিক বৃদ্ধি হতে পারে ভারতের। বুধবার, ব্রিকসের সভায় তিনি বলেন, ভারতের অর্থনীতির কর্মক্ষমতা থেকেই একথা প্রমাণিত।
সপ্তাহ খানেক আগেই গত ১৪ই জুন দেশের নতুন অর্থনৈতিক এডভাইসর ভি অনন্ত নাগেশ্বরণ জানান,উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির তুলনায় ভারতের অর্থনীতি ভাল অবস্থায় আছে। "এর ভিত্তিতে আমরা বলতেই পারি, ২০২৬-২০২৭ সালের মধ্যে ফাইভ-ট্রিলিয়ন অর্থনীতি পেতেই পারি। বর্তমানে তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলারে দৌড়চ্ছে ভারত। ফাইভ ট্রিলিয়ন কঠিন লক্ষ্য নয়।
যদিও বিশ্বব্যাঙ্ক আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা ও প্রাকৃতিক বিপর্যয়ের ভারতে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, সরবরাহ চেইনের বাধা, সম্পদ সংগ্রহে বাধার কারণে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ৭ দশমিক ৫-এর নীচে দেখিয়েছে। যদিও গত আর্থিক বছরে এই বৃদ্ধির হার ছিল প্রায় ৮ দশমিক ৭ শতাংশের আশেপাশে। তবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, একটু সাবধানী, ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস সাত দশমিক দুই শতাংশ ধরে রেখেছে।
Tags: