দেশ বিভাজনের বিভীষিকা,এক যন্ত্রণার ইতিহাস
এটা নিছক একটা ছবি নয়। এটা দেশভাগের যন্ত্রণার হাহাকার। লক্ষ লক্ষ মানুষের ভিটে মাটি ছাড়ার কাহিনী। যে ঘর ছিল নিজের, যে মাটি ছিল আত্মার আত্মীয়, সেই চেনা গ্রাম, সেই শৈশবের স্মৃতিভূমি ছেড়ে বেরিয়ে পড়া অনির্দিষ্ট যাত্রায়। জানা নেই মাথার উপর মিলবে কিনা ছাদ, কোথায় জুটবে আশ্রয়! একটা রাজনৈতিক সিদ্ধান্তে ছারখার হয়ে গেল ২ কোটি মানুষের স্বপ্ন। ভেঙে গেল সোনার বাংলা। দ্বিখন্ডিত হল পাঞ্জাব। ধর্মের ভিত্তিতে তৈরি হল পাকিস্তান। বাস্তুচ্যুত হয়ে উদ্বাস্তু জীবন বেছে নিতে বাধ্য হল লক্ষ লক্ষ পরিবার। হিংসার শিকার হল হাজার হাজার মানুষ। নিখোঁজ হয়ে গেল বহু। এ এক যন্ত্রণার অধ্যায়। খন্ডিত বাংলা, নাকি দণ্ডিত বাংলা! আজও উত্তর খুঁজছে বহু পরিবার। তাই গোটা দেশ যখন স্বাধীনতার ৭৫ বছর পালনের উৎসবে মত্ত, তখন কোথাও যেন চাগাড় দিয়ে উঠছে সেই যন্ত্রণা। আর সেই যন্ত্রণার কথা স্মরণ করতেই গত বছর থেকে ১৪ আগস্টকে বিভাজন বিভীষিকা দিবস হিসেবে পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, ভারতের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ভাগের যন্ত্রনার কথা স্মরণ করাতে সাহায্য করবে এই বিভাজন বিভীষিকা দিবস।
আজ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। একদা উন্নয়নশীল এই দেশকেই আজ সম্ভ্রমের চোখে দেখে গোটা বিশ্ব। ভারতের আর্থিক প্রগতি নজর টানে গোটা দুনিয়ার। এই সমৃদ্ধির মধ্যে যখন আজাদি কি অমৃত মহোৎসব পালন করতে চলেছে গোটা দেশ, তখন সেই সব হতভাগ্য মানুষগুলোকেও স্মরণ করার দিন। যাঁরা বলি হয়েছিলেন দেশভাগের কারণে। একটি কলমের খোঁচায় যাঁরা বাধ্য হয়েছিলেন উদ্বাস্তু জীবন যাপন করতে। অনিশ্চিত জীবনে ঝাঁপিয়ে পড়তে।
Tags:
Modi
PM Modi
Partition Of Bengal
Partition Horrors Remembrance Day: partition
partition 1947
partition of india
the pain of partition
india partition
india pakistan partition
india pak partition 1947
story of partition
partition of india 1947
flames of partition
partition of india and pakistan
pm modi partition horrors remembrance day
partition horrors remembrance day in india
modi partition horrors remembrance day
pain of partition
devided bengal
bengal partition