ভারতীয় সেনায় সামিল কমান্ডো চিল
সাবধান পাকিস্তান (pakistan)। শত্রু (enemy) দেশকে জব্দ করতে ভারতীয় সেনায় এসে গেল অর্জুন (Arjun)। জওয়ানের হাতে যে কমান্ডো চিলকে (commando kite) দেখছেন, তাদেরই এখন প্রশিক্ষণ (training) দেওয়া হচ্ছে। নাম দেওয়া হয়েছে অর্জুন। সীমান্তে ড্রোনের (drone) সাহায্যে ভারতে যখন অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা চলছে, তখন সেই ড্রোনকে খতম করতেই কাজে লাগানো হবে অর্জুনদের। এরজন্য তৈরি থাকবে কমান্ডো কুকুর। তারা ড্রোনের আওয়াজ পেলেই চিলের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকবে। আর অর্জুন তখন উড়ে গিয়ে নষ্ট করবে ড্রোনকে। আসলে এটি অ্যান্টি ড্রোন চিল। মেরঠে চলছে এদের ট্রেনিং। একসঙ্গে কুকুর আর চিলকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। এরমধ্যেই পাকিস্তানের একটি ড্রোনকে নামিয়ে আনতে সক্ষম হয়েছে কমান্ডো চিল।
অনেকদিন ধরেই ভারতের আকাশে ঢুকে পড়ছিল পাকিস্তানি ড্রোন। তাতে কখনও আসছিল অস্ত্র। কখনও মাদক। সেগুলি ধ্বংস করতে এতদিন গুলি চালাতে হতো। অনেক সময় তা নজরও এড়িয়ে যেত জওয়ানদের। আর তাই এই কৌশল নেওয়া হয়েছে। প্রশিক্ষণ দেওয়া হয়েছে চিলকে। উত্তরাখন্ডের আউলিতে এখন চলছে ভারত আর মার্কিন সেনার যৌথ মহড়া। গত বছর আমেরিকাতেই এই মহড়া হয়েছিল। এবার হচ্ছে ভারতে। আর এখানেই নিজের কেরামতি দেখাতে সক্ষম হয়েছে কমান্ডো অর্জুন। সেনার তরফে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। যা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সর্বত্র।
ভারত-মার্কিন সেনা মহড়ায় টেস্টে সফল অর্জুন। তাদের এখন প্রশিক্ষণ চলছে। আছে সেনা কুকুরও। সেই ট্রেনিং শেষ হলে ভারত-পাক ও চীন সীমান্তে সেনা শিবিরে এদের রেখে দেওয়া হবে। সীমান্তে জওয়ানরা যখন দেশ লক্ষায় জেগে আছেন, তেমনি তৈরি থাকবে অর্জুনরা। দেশে এই প্রথম চিলকে এই কাজে লাগানো হচ্ছে। প্রযুক্তির উন্নতির সঙ্গেই মেধাকে কাজে লাগিয়ে শত্রু দেশকে কীভাবে মোকাবিলা করা যায়, তার নয়া নজির সৃষ্টি করছে ভারত।
Tags:
Indian Army
arjun
commando kite arjun
army commando kite arjun
defence commando kite arjun
army kite arjun
kite 'arjun'
anti drone kite arjun
indian army kites
indian army kite arjun
kite
arjun kite indian army
indian army kite 'arjun' trained on preying drones
kite arjun trained for drones
indian army trains kite
indian army trains kites to prey on enemy drones
pakistan drones