বায়োটেক এক্সপো উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি
দেশের জৈব প্রযুক্তি অর্থনীতি গত আট বছরে আট গুণ বৃদ্ধি পেয়েছে। বায়ো-টেক স্টার্ট আপ এক্সপো ২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। তিনি বলেন সেই দিন খুব দূরে নয় যখন জৈব প্রযুক্তি শিল্পে বিশ্বের সেরা ১০টি দেশের সঙ্গে সমান তালে পাল্লা দেবে ভারত। কারণ ভারতের জমি সম্ভাবনাময়। ---সম্ভাবনার ভারত জনসংখ্যার বৈচিত্র, বৈচিত্র্যময় জলবায়ু অঞ্চল, প্রতিভাবান মানব পুঁজি, সহজে ব্যবসা করার সুযোগ জৈব পণ্যের চাহিদাউদ্ভাবন তিনি বলেন, দেশে নতুন শিল্প স্থাপনের প্রবণতাও বেড়েছে গত আট বছরে, ৬০টা সেক্টরে প্রায় ৭০ হাজার স্টার্ট-আপ কোম্পানি তৈরি করছেন নবীন উদ্যোগপতিরা, যার ৭ শতাংশই জৈব প্রযুক্তি ক্ষেত্রে। এবারই প্রথমবার ভারতে বায়ো টেক এক্সপো হচ্ছে। দু দিনের এই অনুষ্ঠানের উদ্যোক্তা বায়োটেকনোলজি মন্ত্রক ও বায়ো টেকনোলজি শিল্প গবেষণা কাউন্সিল বা BIRAC, থিম আত্মনির্ভর ভারতের পথে বায়োটেক স্টার্ট আপের উদ্ভাবন।