img

Follow us on

Sunday, Jan 19, 2025

Tejas: এবার স্বদেশি যুদ্ধবিমানে বালাকোটের মতো হামলা চালাবে ভারত?

চমক দেখাবার অপেক্ষায় তেজস

  2022-09-04 20:29:40

বালাকোটের মতো পাকিস্তানের মাটিতে জঙ্গি শিবির ধ্বংস করতে আর বিদেশি যুদ্ধ বিমানের ওপর নির্ভর করতে হবে না। এবার এমন হামলা চালাতে পারবে ভারতীয় যুদ্ধবিমানই। তৈরি হচ্ছে তেজসের সেকেন্ড ভার্সন। তেজস মার্ক টু (tejas mk2)। কেন্দ্রীয় সরকার এর জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে এই যুদ্ধবিমান (fighter jet)। বানাবে হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড বা হ্যাল (hal)। ফলে আস্তে আস্তে বাতিলের পর্যায়ে চলে যাবে মিরাজের মতো যুদ্ধবিমান। 


ফ্রান্সে তৈরি এই মিরাজের সাহায্য়েই ২০১৯ সালে বালাকোটে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বিমান বাহিনী। পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার জবাব দিতেই বেছে নেওয়া হয়েছিল মিরাজকে। তবে এবার আত্মনির্ভর ভারতের স্লোগান বাস্তবায়িত করে দেশেই তৈরি হবে এই যুদ্ধ বিমান তেজস।

ভারতে যখন ঝড় তুলতে চলেছে তেজস, তখন বিশ্বজুড়েই বেড়েছে এর কদর। এরমধ্যেই এই যুদ্ধবিমান কিনতে চেয়েছে মালয়েশিয়া সরকার। তেজস কিনতে আগ্রহ দেখিয়েছে আমেরিকা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মিশর, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের মতো দেশ। ফলে এতদিন যে যুদ্ধের বাজারে একচেটিয়া রাজত্ব করত আমেরিকা, ইউরোপ, রাশিয়া - এখন সেখানেই ভাগ বসাতে চলেছে ভারত। হ্যালকে দিয়ে এই যুদ্ধ বিমান বানিয়ে শুধু যে দেশের নিরাপত্তা বাড়ানো যাবে তাই নয়, আগামী দিনে যুদ্ধবিমান বিক্রি করেও অর্থভান্ডার সমৃদ্ধ করতে পারবে দিল্লি। এখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের স্লোগানের সার্থকতা বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। 

কিন্তু কি আছে এই তেজসে? যাতে তা নজর কাড়ছে গোটা বিশ্বের? আসলে এই যুদ্ধ বিমান হল এলসিএ গোত্রের। অর্থাৎ লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট। যুদ্ধবিমানটি এতটাই হালকা যে তা সকলের নজর কেড়ে নিয়েছে। গুরুত্ব বাড়িয়েছে এর ক্ষিপ্র গতি। ৫৬৭৬৮ হাজার ফুট উঁচুতেও ভেল্কি দেখাতে পারবে তেজস। আবার মাটির কাছে নেমে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারবে। আকাশ পথে জ্বালানি ভরে নেওয়ারও ক্ষমতা আছে এখানে। ফলে দীর্ঘক্ষণ লড়াই চালিয়ে যেতে পারবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমান। 

২০২৪ সালে প্রথম উড়তে পারে এই বিমান।  তবে বিমানবাহিনীতে যুক্ত করতে সময় লেগে যেতে পারে ২০২৭ সাল।  তেজসের প্রথম ভার্সন অর্থাৎ এলসিএ মার্ক ওয়ান বিমান বাহিনীতে যুক্ত হয়ে যাবে দু বছরের মধ্যেই। এলসিএ মার্ক টু বিমানে একজন বা দুজন পাইলট বসতে পারবে। এই বিমান ৬৫০০ কেজি ওজনের যুদ্ধাস্ত্র নিয়ে উড়তে পারবে। প্রতি ঘণ্টা উড়তে পারবে ২৩৮৫ কিলোমিটার। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী যুদ্ধ বিমানকে গতিতে টক্কর দেওয়ার ক্ষমতা রাখবে এই তেজস টু। আর এভাবেই প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করবে ভারত। 

Tags:

 

Madhyom

bangla news

Bengali news

Tejas LCA

LCA Tejas

Tejas for Balakot style attack

  tejas

tejas mk2

tejas mk2 update

tejas mk2 news

tejas mk1

hal tejas

tejas fighter jet

tejas aircraft

tejas jet

indian tejas

tejas mk2 weapon

indian hal tejas

tejas mk2 roll out

tejas mk2 aero india

tejas india

hal tejas mk2

tejas export


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর