বরফের মধ্যে যোগ শিবির ITBP-র
সমুদ্র পৃষ্ঠ থেকে ২২ হাজার ৮৫০ ফুট উপরে। চারিদিকে বরফ। উত্তরাখন্ডের মাউন্ট আবি শৃঙ্গ। আর সেখানেই যোগ ব্যায়ামে ব্যস্ত ITBP mountaineers বা ইন্দো টিবেটান বর্ডার পুলিশের জওয়ানরা।সামনেই ২১ জুন। আন্তর্জাতিক যোগা দিবস। এবারের থিম মানবতার জন্য যোগা। । সারা দেশবাসী যাতে এই দিনটিকে উদযাপন করতে এগিয়ে আসে, তার জন্য ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।