img

Follow us on

Saturday, Jan 18, 2025

Narendra Modi Dress: কার কথা রাখতে কেদারনাথ দর্শনে এই পোশাকে মোদি?

অমরনাথ মন্দিরে চোলা ডোরা পোশাকে মোদি

  2022-10-21 20:25:19

পরনে চোলা ডোরা (chola dora)। সেখানে আঁকা স্বস্তিকা চিহ্ন (swastika symbol)। যা সনাতন (sanatan religion) ধর্মের প্রতীক। চোলা ডোরার গায়ে আঁকা রয়েছে ময়ুরের পালক। এই ময়ুরের পালক কৃষ্ণের খুব প্রিয় ছিল। হালকা উলের তৈরি এই চোলা ডোরা পোশাক আসলে হিমাচল প্রদেশের ট্র্যাডিশনাল পোশাক। সেই রাজ্যের হস্তশিল্পের নিদর্শন। পোশাকটি বানিয়েছিলেন সেখানকারই এক মহিলা। প্রধানমন্ত্রী    (PM Modi) যখন চাম্বা (chamba) সফরে গিয়েছিলেন, তখন তাঁকে এই পোশাক উপহার দেন ওই মহিলা। মোদি তাঁকে কথা দিয়েছিলেন, যখনই কোনও ঠান্ডার জায়গায় যাবেন তিনি, পরবেন এই শীতের পোশাক (woolen dress)। সেই কথা রেখেই এদিন কেদারনাথ দর্শনে (kedarnath darshan) এই পোশাকে যান প্রধানমন্ত্রী। 

দুদিনের সফরে উত্তরাখন্ডে গিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন প্রথমে কেদারনাথ দর্শনে যান তিনি। সেখানে পুজো দেন। তারপর যান বদ্রিনাথ দর্শনে।  এই সফরেই এলাকার উন্নয়নে ৩৪০০ কোটি টাকার একাধিক প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাত্রার জন্য রোপওয়েরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর ফলে যাত্রীদের গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাত্রা আরও সহজ হবে। ৬-৭ ঘণ্টার পথ কমে দাঁড়াবে মাত্র আধ ঘণ্টায়। শুধু এই অংশই নয়, ঋষিকেশ থেকে কেদার-বদ্রি যাওয়ার পথ সহজ করতে ৭ নম্বর জাতীয় সড়কই আরও চওড়া করা হবে। পুরো এলাকারই উন্নয়নে জোর দেন প্রধানমন্ত্রী। আর সেখানেই একাধিক মন্দিরের ভগ্নদশা নিয়ে সোচ্চার হন মোদি। বলেন, ঔপনিবেশিক মানসিকতার জন্যই প্রাচীন মন্দিরগুলির এই অবস্থা। এই পরিস্থিতি বদলের জন্য কেন্দ্রও চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। 
 

Tags:

PM Narendra Modi

PM Modi

pm modi chola dora dress

chola dora

pm modi in kedarnath

pm wears chola dora

pm modi kedarnath visit

what is chola dora

himachal chola dora

pm modi in badrinath

pm modi visits kedarnath

pm modi visit to kedarnath

pm modi at kedarnath

traditional dress chola dora

modi at temple

swastika

swastik

swastika symbol

swastik sign

swastik chinnha


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর