কেরলের স্নেক বোট রেস
রূদ্ধশ্বাস মুহূর্ত। স্নেক বোট রেসে একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই। কেরলে এই নৌকা প্রতিযোগিতা ঘিরে পরতে পরতে উত্তেজনা। প্রতিবছরই এই সময় সেখানে বসে নৌকা প্রতিযোগিতার আসর। তবে কোভিডের কারণে গত দু বছর এই প্রতিযোগিতা বন্ধ ছিল। এবছর ফ্ল্যাগ নাড়িয়ে প্রতিযোগিতার সূচনা করেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর অ্যাডমিরাল ডি কে জোশি।
এবার ৬৮ বছরে পড়ল এই নেহরু ট্রফি বোট প্রতিযোগিতা। কেরলের আলেপ্পি বা আলাপুজায় পুন্নামদা লেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বোট রেস দেখতে লেকের দুধারে জড়ো হন হাজার হাজার মানুষ। এক একটি নৌকায় ১০০ জন করে প্রতিযোগী এই রেসে অংশ নেন। প্রতিযোগিতায় যোগ দিয়েছিল মোট ২৯টি নৌকা। স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং লাইনের দূরত্ব ছিল ১১৫০ মিটার।
দাঁড়ের টানে ছুটে চলে নৌকা। বুক ধড়পড়ানি শুরু হয় সমর্থকদের মধ্যে। অবশেষে আসে জয়ের মুহূর্ত। মাত্র চার মিনিটেই কেল্লা ফতে। দিনের শেষে আবার পরের বছরের জন্য অপেক্ষায় থাকেন কেরলবাসী।