img

Follow us on

Saturday, Jan 18, 2025

Vice Presidential poll: মার্গারেট আলভার সঙ্গে সোনিয়া গান্ধীর তিক্ততার কথা জানেন?

মার্গারেট আলভার সঙ্গে সোনিয়া গান্ধীর তিক্ততার কথা জানেন?

  2022-07-20 17:36:51

সোমে জগদীপ ধনখড়ের পর মঙ্গলে মার্গারেট আলভা। উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন পত্র জমা দিলেন এনডিএ বিরোধী জোটের প্রতিনিধি। আলভার মনোনয়ন পেশের সময় হাজির ছিল না তৃণমূল কংগ্রেস। তবে পাশে থাকতে দেখা গেল রাহুল গান্ধীকে। রাহুল গান্ধী ও কংগ্রেসের অন্যান্য নেতারা এদিন হাজির থাকলেও,নতুন করে সামনে আসছে আলভার সঙ্গে সোনিয়া গান্ধীর তিক্ততার কথা। 

ইন্দিরার সময় থেকেই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক মার্গারেট আলভার। দলে যোগ দেন ১৯৬৯ সালে। ১৯৭৪ সালে রাজ্যসভার সাংসদ। টানা তিনবার এই পদে নির্বাচিত হন তিনি। রাজীব গান্ধী ও নরসিমা রাওয়ের মন্ত্রিসভার সদস্যও ছিলেন। রাজ্যপাল হয়েছিলেন গোয়া, গুজরাট, উত্তরাখন্ড ও রাজস্থানের। ২০১৬ সালে গান্ধী পরিবারের সঙ্গে তাঁর তিক্ততা প্রকাশ্যে চলে আসে। এক সাক্ষাৎকারে তিনি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি জানান, বোফর্স কেলেঙ্কারি সামনে আসার পর নরসিমা রাওকে একেবারেই বিশ্বাস করতেন না সোনিয়া গান্ধী। এআইসিসি অফিস থেকে রাওয়ের ছবিও সরিয়ে দেওয়া হয়েছিল। এর নেপথ্যে ছিল, নরসিমা রাও সরকারের একটি সিদ্ধান্ত। বোফর্স মামলা তখন বাতিল করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। কিন্তু তার বিরুদ্ধে আর্জি জানায় কেন্দ্রের নরসিমা সরকার। ফলে রাজীবের বিরুদ্ধে মামলাটি নতুন করে ভেসে ওঠে। আর তাতেই ক্ষুব্ধ হন সোনিয়া গান্ধী। 

 আলভার অভিযোগ, সোনিয়া গান্ধী নিজের খেয়ালখুশি মতো দল চালাতেন। মনমোহন সিংহ তাঁকে মন্ত্রিসভায় রাখতে চাইলেও তা হতে দেননি সোনিয়া। আগাম কিছু না জানিয়েই তাঁকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়।

 অগাস্তা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারির সঙ্গে গান্ধী পরিবারের নানা যোগসাজসের কথাও সামনে এনেছিলেন আলভা। নিজের বইয়ে, তথ্য সহ তুলে ধরেছিলেন এই কেলেঙ্কারির বিষয়ে।  জরুরি অবস্থার সময় সঞ্জয় গান্ধীর বিতর্কিত ভূমিকা নিয়ে সোচ্চার হয়েছিলেন আত্মজীবনীতে। প্রশ্ন তুলেছিলেন ইন্দিরা গান্ধীর অবস্থান নিয়েও। 

২০০৮ সালে এআইসিসির সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় আলভাকে। এসময় তিনি অভিযোগ তুলেছিলেন, কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় টিকিট বিক্রি করেছে দল। 

এই অভিযোগ, বিশ্বাস-অবিশ্বাস আর দোষারোপের বাতাবরণেই গত বেশ কিছু বছর কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। দূরত্ব বেড়েছিল গান্ধী পরিবারের সঙ্গে। তবে উপরাষ্ট্রপতি পদে বিরোধী জোট তাঁর নাম মনোনীত করায় সেই পুরনো সম্পর্ক নতুন মোড়ে। এখন ভোট মিটলে সেই সম্পর্ক কোথায় পৌঁছয় সেটাই প্রশ্ন। 
 
 

 

Tags:

rahul gandhi

Kolkata

Suvendu Adhikari

Sonia Gandhi

Dilip Ghosh

bangla news

Bengali news

Margaret Alva

madhyom bangla

bangla khobor

bangla khabar

margaret alva karan thappar interview 2016

margaret alva on pv narsimharao

margaret alva news

margaret alva sonia gandhi

margaret alva congress

sonia gandhi news

margaret alva interview

rajasthan governor margaret alva

margaret alva on sonia gandhi

margaret alva vice president

margarat alva vice president candidate

margaret alva narasimha rao


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর