img

Follow us on

Saturday, Jan 18, 2025

Viral Video: মহারাষ্ট্রে চিতাবাঘ বনাম কুকুর

নাসিকে চিতাবাঘের হানা, ভাইরাল ছবি

  2022-06-08 19:57:23

সিসিটিভিতে বন্দি রূদ্ধশ্বাস মুহূর্ত। রাত তখন সাড়ে বারোটা। বাড়ির সবাই ঘুমে অচেতন। বাড়ির বাইরে প্রতিদিনের মতো অতন্দ্র পাহাড়ায় পোষা কুকুর। এই সময়ই অতর্কিতে হানা এক চিতা বাঘের। গৃহস্বামীকে বাঁচাতে তখন তৎপর পোষ্য। শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। এ যেন সেই অনন্তকাল ধরে চলে আসা সারভাইভাল অব দ্য ফিটেস্টের লড়াই। শেষে হার মানে কুকুরটি। চিতাবাঘের শিকার হয়ে যায় সে। বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুকুরটিকে মুখে করে ধীরে পায়ে অদৃশ্য হয়ে যাচ্ছে লেপার্ড। ঘটনাটি মহারাষ্ট্রের নাসিকের। সেখানে জঙ্গল লাগোয়া গ্রাম মুঙ্গসারে। ৬ জুন রাতের এই ছবি প্রকাশ্যে আসার পরই এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।

 

 

Tags:

Maharastra

Leopard attacks pet dog

Nashik

Nashik Forest Department

CCTV Footage

 Dog Vs Leopard Viral Video


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর