img

Follow us on

Saturday, Jan 18, 2025

A monk and a mathematician: ধর্ম ও বিজ্ঞান নিয়ে কী বললেন অঙ্কে 'বিশ্বজয়ী' সন্ন্যাসী?

বিজ্ঞানই আমার কাছে ধর্ম, বললেন অঙ্কে 'বিশ্বজয়ী' সন্ন্যাসী

  2022-07-06 15:18:04

তিনি সন্ন্যাসী - তিনি গণিতবিদ্। তাঁর কাছে ধর্ম মহান, বিজ্ঞানও সমান গুরুত্বের।  দুটির মধ্যেই কোনও অসঙ্গতি দেখেন না তিনি। এমন সন্ন্যাসীর কথা শুনেছেন?

হ্যাঁ, ইনি মহান মহারাজ। একসময়ে নাম ছিল মহান মিত্র। ক্লাস টেন ও টুয়েলভের পড়াশোনা সেন্ট জেভিয়ার্সে। তারপর কানপুরে আইআইটি এন্ট্রান্স।  রাঙ্ক করলেন ৬৭। ঠিক করলেন , পড়বেন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং । কিন্তু মন মানে না। তাঁকে টানে অঙ্কের সংখ্যাতত্ত্ব। জ্যামিতির নকশা। তাই ইঞ্জিনিয়ারিং ছেড়ে পড়া শুরু করলেন গণিত নিয়ে। কানপুর থেকে মাস্টার্সের পর চলে গেলেন বার্কলেতে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে করলেন পিএইচডি। ১৯৯৭ সালে অর্জন করলেন ডক্টরেট। কিছুদিনের জন্য যোগ দিলেন ইনস্টিটিউট অফ ম্যাথামেটিক্যালে সায়েন্সেস প্রতিষ্ঠানে। 

কিন্তু গণিতের রূপসাগরে ডুব দিয়ে তিনি তখন আর এক অনন্তের সন্ধান পেয়েছেন। তাঁকে টানছে বেদান্তের দেশ। ডাক দিচ্ছে স্বামীজি, ঠাকুর রামকৃষ্ণ। অনন্ত থেকে যেন কেউ বার্তা দিচ্ছেন, ডুব ডুব ডুব রূপসাগরে আমার মন। তাই গণিতের সঙ্গেই তিনি ডুব দিচ্ছেন আত্মিক সন্ধানে। দেশে ফিরে ১৯৯৮ সালে যোগ দিচ্ছেন রামকৃষ্ণ মিশনে। ২০০৮ সালে হয়ে উঠছেন গেরুয়াবসন সন্ন্যাসী। নতুন নাম, স্বামী বিদ্য়ানাথানন্দ। সবার কাছে পরিচিত অবশ্য মহান মহারাজ নামে। 

একদিকে সন্ন্যাসী। অন্যদিকে গণিতজ্ঞ। দুটিই তাঁর কাছে সমান ভালবাসার। দুটির মধ্যেই কোনও অসঙ্গতি খুঁজে পান না মহান মহারাজ। সেই ছবিই ফুটে উঠেছিল ২০১০ সালে। হায়দ্রাবাদে সেবার গণিতজ্ঞদের বিশ্বসম্মেলন। সেখানেই গেরুয়াবসন ধারী এই মহান মহারাজের হাতে উঠে এসেছিল সেরার পুরষ্কার। এর পর একের পর এক স্বীকৃতি। ২০১১ সালে পেলেন শান্তি স্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড। ২০১৫ সালে জ্যামিতি নিয়ে কাজের জন্য পেলেন ইনফোসিস পুরস্কার। এই ইনফোসিসকেই এক সাক্ষাৎকারে তিনি বোঝান ইনটিউসন বা অন্তর্দৃষ্টির কথা। পুরোটাই অঙ্ক নিয়ে। কিন্তু বোঝা যায় তাঁর অন্তর্দৃষ্টির কথা। 

এই অন্তর্দৃষ্টিই মহান করেছে মহান মহারাজকে। যে দেশ থেকে শূন্য আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল, সেই দেশই বিশ্বকে উপহার দিল আর এক ব্রিলিয়ান্টকে। যিনি একদিকে সন্ন্যাসী, অন্যদিকে গণীতজ্ঞ। যিনি মানুষের কথা ভাবেন, একইসঙ্গে যাঁর মাথায় খেলা করে জ্যামিতির আঁকিবুকি। তিনিই বিশ্বকে শেখান, সংঘাত নেই বিজ্ঞান আর ধর্মে।  আর তা বুঝতে পেরেই পাশ্চাত্য স্যালুট জানায় প্রাচ্য়ের মহান সন্ন্যাসীকে।   



   

#mahanmj #profmahanmaharaj #monkmathematician

 

Tags:

 

Madhyom

bangla news

Bengali news

bangla news live

bengali news today

bengali news channel

bengali news live

Mahan Maharaj

Mahan Mj

Ramkrisna Misson Monk

Monk Mathametician

Swami Vidyanathananda

Shanti Swarup Bhatnagar Award winner monk

Professor Mahan Maharaj

Mahan Mitra


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর