অগ্নিবীরদের জন্য ৩ বছরের স্কিল-বেসড ব্যাচেলর ডিগ্রি
অগ্নিবীর। আগামী দিনে তারাই রক্ষা করবে দেশকে। এই লক্ষ্যেই সেনা বাহিনীতে নিয়োগ প্রক্রিয়ায় ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে মোদি সরকার। কিন্তু এরমধ্যেই প্রকল্পের ছিদ্র খুঁজতে ব্যস্ত বিরোধীরা। চার বছরের নিয়োগ নিয়ে উঠেছে প্রশ্ন। কিন্তু বুধবারই এব্যাপারে সিদ্ধান্ত স্পষ্ট করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, চার বছর পর কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ও আসাম রাইফেলসে অগ্নিবীরদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। ফলে অগ্নিপথ যে আগামি দিনে ভারতীয় সেনা বাহিনীকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, সেব্যাপারে নিঃসন্দিহান সেনা আধিকারিকরা। সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের মতে, ভবিষ্যতের কথা ভেবেই অগ্নিপথ প্রকল্প। নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার বলেন, এই প্রকল্প নতুন যুগের নতুন ভাবনা। এটা এমন ভাবনা যা দেশকে সবদিক থেকে শক্তিশালী করার ক্ষমতা রাখে। এই প্রকল্প যে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, সেব্যাপারে আশাবাদী এয়ার চিফ মার্শাল ভিআর চতুর্বেদী। অগ্নিপথ প্রকল্পে এবছরই তিন সেনায় মোট ৪৬ হাজার জনকে নিয়োগ করা হবে। প্রকল্পকে স্বাগত জানিয়ে ট্যুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, দেশের যুবকদের কাছে এক উজ্জ্বল ভবিষ্যতের পথ খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। অগ্নিবীররা চার বছর পরও দেশ সেবা ও সুরক্ষার কাজে যোগদান করতে পারবে।