img

Follow us on

Saturday, Jan 18, 2025

Monkey Manace in Taj Mahal: বাঁদরের বাঁদরামিতে বেসামাল তাজ

বাঁদরের বাঁদরামিতে বেসামাল তাজ

  2022-09-20 18:27:32

বাঁদরের বাঁদরামিতে বেসামাল তাজ

তাজমহলে নতুন দর্শনার্থী। আর তাঁদের উৎপাতেই জেরবার দেশি বিদেশি টুরিস্টরা। কেউ এড়িয়ে চলেন। কেউ দোস্তি করতে যান। আর এতেই সাহস বেড়েছে মর্কটকুলের। সপরিবারে দাপিয়ে বেড়াচ্ছে তাঁরা। কাচ্চাবাচ্চা মা-বাবা- ভাই বেরাদর নিয়ে দলপতি।

কারও চশমা ধরে টান দিয়েছে তো। কোন পর্যটকের খাবারের প্যাকেট নিয়ে উধাও। কখনও বা কাউকে বিরক্ত না করেই, হেঁটে চলে লাফিয়ে বেড়াচ্ছে চারপাশে। কিন্তু পর্যটকেরা সে কথা শুনবেন কেন? তাঁদের তো ভয় পেতে বাধা দেয়নি কেউ!

তবে, ইতিমধ্যেই একাধিক ট্যুরিস্টকে আহতও করেছে এই বাঁদর বাহিনী। শেষ ঘটনা ঘটেছে গত ১৯শে সেপ্টেম্বর। যখন একজন স্প্যানিশ ট্যুরিস্টের পায়ে কামড়ে বা আঁচড়ে দেয় এই শাখামৃগের দল। 

এর আগেও কপি বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে তাজ কর্তৃপক্ষের কাছে। প্রথমে তাঁরা গুরুত্ব দিতে না চাইলেও এবার বিদেশিনী কন্যা আক্রান্ত হওয়ায় নড়ে চড়ে বসেছেন আধিকারিকরা। যদিও জানিয়েছেন বন্যপ্রাণ সংরক্ষণের আওতায় থাকায় এই বানরকুলের বিরুদ্ধে খুব বেশি ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। 

গাছ পালায় ঘেরা খোলা জায়গা। আশেপাশে প্রচুর খাবারের দোকান। দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে নিয়মিত। বিশেষ করে তাজ দর্শন সিজনে। বর্ষার পর এখন ঝকঝকে তাজ। পিছনে শরতের নীল আকাশ। দর্শনার্থীদের সংখ্যাও বেশি। তাঁদের ফেলে দেওয়া খাবারের সন্ধানেই তাজে ভিড় জমাচ্ছেন এই বাঁদর বাহিনী। জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু সে কথা শুনবেন কেন দু'দিনের আগ্রা দর্শনে আসা পর্যটকেরা। তাঁদের দাবি নির্বিঘ্নে তাজ দেখতেই আসা। সেই আনন্দেও যদি সতর্ক থাকতে হয় কপিকুলের থেকে তাহলে চলবে কেন?

মানুষের এই নালিশ জানানোতে নাকি চটেছে মর্কট বাহিনীও। তাঁদের বাসভূমিতে মানবকদের নিত্য যাতায়াতে। তাজ আসলে কার?

 

 

Tags:

bjp

Madhyom

bangla news

Bengali news

Tajmahal

archaeological dept

monkey menace in agra

monkey menace

monkeys in taj mahal

monkey menace india

monkeys in agra

monkeys attack in taj mahal

tajmahal monkey

monkey

monkeys

monkey menace on the taj mahal

monkey menace taj mahal campus

monkey attack

monkey taj mahal

taj mahal monkeys

taj mahal monkey attack foreigner

tajmahal visit spoil cause monkey

monkey attack in agra

we come in peace

UP Govt

wildlife

endangered animals


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর