প্রধানমন্ত্রীর পাহারায় এবার স্বদেশি মুধল হাউন্ড
প্রধানমন্ত্রীর সুরক্ষায় এবার দেশি সারমেয় বাহিনী। এতদিন বিদেশী জার্মান শেফার্ড, ল্যাব্রাডররা সুযোগ পেত, দেশের ভিভিআইপিদের সুরক্ষা দিতে। এবার প্রধানমন্ত্রীর এসপিজি টিমে যুক্ত করা হচ্ছে দেশীয় কুকুর মুধল হাউন্ড।
কর্নাটকের ক্যানাইন রিসার্চ এণ্ড ইনফরমেশন সেন্টার অফ ভেটেরিনারি গত এপ্রিল মাসেই দুটি মুধল হাউণ্ডের শাবককে স্পেশাল প্রোটেকশন গ্রুপের (SPG) হাতে তুলে দিয়েছে। ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে ১৬ সপ্তাহের ট্রেনিং-ও শেষ করেছে তাঁরা। এর আগে সেনাবাহিনীর সঙ্গেও ট্রেনিং করেছে এই মুধল হাউণ্ড। রিপোর্ট ভাল। তবু তাঁকে বাতিল করা হয়েছিল। কারণ দেখানো হয়েছিল পাহারাদারির কাজে দক্ষতা কম। এই বিষয় নিয়েও একাধিক বিতর্ক আছে। দেশি কুকুর বিশেষজ্ঞদের মতে। বিদেশি ব্রিড বিক্রেতাদের একটা পুরানো লবির প্রভাবেই বাতিল হয়েছিল মুধল হাউন্ড।
এর আগে ২০১৮ সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবার মুধল হাউন্ড সম্পর্কে উৎসাহ দেখান। এরপর ২০২০-র মন কি বাঁতেও উল্লেখ করেন এই মুধল হাউন্ডের সাহসিকতার। এরপরই সেনা ট্রেনিং-এ নিয়ে যাওয়া হয় মুধল হাউণ্ডকে। কিন্তু যেহেতু মুলত শিকারি কুকুর ফলে তাঁকে পাহারাদারের ট্রেনিং দেওয়া চলে না। ঠিক সেই ভুলটাই করা হয়েছিল। এবং বাতিল করা হয়।
প্রথমেই মনে রাখতে হবে, ঐতিহাসিক ভাবেই মুধল হাউণ্ড পাহারাদার কুকুর নয় বরং শিকারি কুকুর। মুধল রাজাদের সঙ্গে শিকারে যাওয়াই ছিল এদের কাজ। ব্রিটিশ পঞ্চম জর্জকে মুধল রাজই এই ব্রিডের দুটি কুকুরের বাচ্চা উপহার দেন। তখন তিনিই নামকরণ করেন মুধল হাউণ্ড বলে। প্রচলিত আছে শিবাজি মহারাজের সঙ্গে যে কুকুর বাহিনী যুদ্ধে যেত তাঁরাও এই মুধল হাউণ্ড। যদিও অনেক বিশেষজ্ঞের দাবি শিবাজীর কুকুর বাহিনীতে ছিল মারাঠা হাউন্ড। তবে মারাঠা হাউন্ড এর মুধল হাউন্ডের মধ্যে পার্থক্য সামান্যই।
যেহেতু মুধল হাউণ্ড প্রধাণত শিকারি কুকুর, তাই তাঁকে সেভাবেই ট্রেনিং দেওয়া বা ব্যবহার করা উচিৎ। বলা হয়, মুধল হাউণ্ডের চোখ ২৭০ ডিগ্রি ঘোরে ফলে মাথার পিছনের অংশ ছাড়া বাকি সব তাঁর দৃষ্টির মধ্যে থাকে। অত্যন্ত দ্রুতগতির কুকুর যে চকিতে স্পিড তুলতে পারে।
কি এই মুধল হাউণ্ড?
কর্নাটকের উত্তর অঞ্চলে পাওয়া যায় এই কুকুর। একসময় মুধল রাজাদের কুকুর বলে সুখ্যাতি ছিল। রাজ আমল যাওয়ার মনে করা হয়, মুধল হাউন্ড মূলত তিনটি সংকর প্রজাতির মিশ্রণ। কারণ আমেরিকান গ্রে হাউন্ড, আফ্রিকার শ্লোফি আর এশিয়া মাইনরের সালুকি কুকুরের সঙ্গে এদের মিল পাওয়া যায়। মুধল হাউণ্ডের সাহসিকতা এবং বিভিন্ন আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার কারণে সারা বিশ্বে এর চাহিদা রয়েছে। সবচেয়ে বেশি চাহিদা অস্ট্রেলিয়া ও ডেনমার্ক থেকে।
কিন্তু কেন বেছে নেওয়া হল মুধল হাউন্ডকে?
মুধল হাউন্ড তার বৈশিষ্ট্যের কারণেই ভারতীয় নিরাপত্তা বাহিনীর কাছে ক্রমশ অত্যন্ত প্রিয় হয়ে উঠছে।
-----মুধল হাউণ্ডের বৈশিষ্ট্য
মুধল হাউন্ড 72 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়
20 থেকে 22 কিলোগ্রাম ওজনের হয়
এই কুকুরের মধ্যে আশ্চর্যজনক চপলতা আছে
যে কোন আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নেয়, সহজে ক্লান্ত হয় না
এছাড়াও,এটি তার বীরত্বের জন্য পরিচিত
মুধল হাউন্ডদের দেখার ক্ষমতা দৃষ্টি অন্যান্য জাতের কুকুরের তুলনায় বেশি
প্রায় 270 ডিগ্রি পর্যন্ত এরা দেখতে পারে
মুধল হাউন্ড তাদের প্রভুদের প্রতি অত্যন্ত অনুগত
লম্বা পা এবং পাতলা শারীরিক চেহারার কারণে এগুলি দুর্দান্ত শিকারী কুকুর
এদের ঘ্রাণশক্তিও দুর্দান্ত প্রায় তিন কিলোমিটার দূর থেকে দেখতে পায় আর গন্ধ পায়
ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ছুটতে পারে, দীর্ঘক্ষণ দৌড়াতে পারে
স্বাভাবিক কারণেই ভিভিআইপির সিকিউরিটি ফোর্সে ব্যবহার করার ট্রেনিং চলছে মুধল হাউন্ড নামে দেশি ব্রিডের। বিশেষজ্ঞদের মত, ঠিক মত ট্রেনিং হলে ভীষণ কার্যকরী হয়ে উঠবে মুধল হাউন্ড।
এবার যে প্রশ্ন আসে তাহলে সাধারণ মানুষ কি ঘরে পুষতে পারবে মুধল হাউন্ড? উত্তর হল হ্যাঁ। অত্যন্ত বন্ধু বতসল এই প্রজাতি বাড়ির ছোটদের সঙ্গেও মিলে মিশে থাকতে পারে। তবে পুষতে গেলে ছোট থেকেই পোষ মানানো ভাল। এর ট্রেনিং-এ জোর দিতে হয়। মাত্র ১০ থেকে ১৫ হাজারেই মিলতে পারে খাঁটি মুধল হাউন্ড পাপ্পি।
Tags:
PM Modi
Mudhol Hound
Canine Research & Information Center
Thimmapur
Bagalkot mudhol hound
mudhol hound dog
mudhol hounds
mudhol hound running
mudhol hound breed
mudhol hound training
mudhol hound dog breed
mudhol
mudhol hound racing
mudhol hound in army
mudhol hound military
mudhol hound dog breeder
mudhol hound in pm security
mudhol hound dog breed facts
caravan hound
mudhol dog
mudhol hound pm modi news
mudhol hound spg security
Modi Security
Modi Security Dog
VVIP security dog