img

Follow us on

Saturday, Nov 23, 2024

National Herald Case: কোভিড আক্রান্ত সোনিয়া, রয়েছেন নিভৃতবাসে, ইডি তলবের পরদিনই জানাল কংগ্রেস

WhatsApp_Image_2022-06-02_at_802.21_PM

  2022-06-03 13:19:21

ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির সমনের একদিনের মধ্যেই কংগ্রেস জানাল সোনিয়া গান্ধী কোভিডে আক্রান্ত। তাঁর সামান্য জ্বর। এখন নিভৃতবাসে আছেন তিনি। পর্যবেক্ষণ চালাচ্ছেন চিকিতসরা। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এক বার্তায় একথা জানিয়ে বলেন, ইডিতে ৮ জুন হাজিরার ব্যাপারটি আগের মতোই আছে । সোনিয়া নিয়ে যখন এই বার্তা দিচ্ছে কংগ্রেস, তখন শুক্রবার রাহুল গান্ধীর ইডিতে হাজিরার ব্যাপারটি এখনও স্পষ্ট নয়। এদিনই রাহুলকে ডেকে পাঠিয়েছে ইডি। কিন্তু তিনি বিদেশে। তাই কবে তিনি হাজিরা দেবেন তা নিয়ে ধোঁয়াশা অব্য়াহত। সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, ন্য়াশনাল হেরাল্ড মামলায় কোটি কোটি টাকা আত্মসাত করেছেন তাঁরা। প্রথম থেকেই এব্যাপারে সরব ছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। ২০১৪ সালে এব্যাপারে মামলা দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, বহু বছর ধরেই কংগ্রেস দলের হেফাজতে ছিল পত্রিকাটি। ন্যাশনাল হেরল্ডের প্রকাশক সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নাল। এর মাধ্যমে বহু কোটি টাকার সম্পত্তি কবজা করে কংগ্রেস। তার মালিকানা বদল হয় ইয়ং ইন্ডিয়া লিমিটেডের নামে। এই ইয়ং ইন্ডিয়ারই অন্যতম অংশীদার সনিয়া ও রাহুল। এর মাধ্যমে ন্যাশনাল হেরাল্ডের ৮০ শতাংশ শেয়ার তাঁদের ঝুলিতে আছে বলে দাবি মামলাকারী সুব্রহ্মণ্যম স্বামীর। এই সংক্রান্ত ফাইল আদালত চাওয়া সত্বেও সোনিয়া ও রাহুল জমা দেননি বলে অভিযোগ স্বামীর। তিনি জানান, আয়কর সংক্রান্ত মামলাও এর পাশাপাশি আদালতে ঝুলে আছে গান্ধী পরিবারের বিরুদ্ধে। তবে এধরণের সব অভিযোগই উড়িয়ে দিতে চায় কংগ্রেস। তাদের মতে, সবকিছুই হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা থেকে। তবে স্বামীর দাবি, কাগজ পত্র জমা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছে গান্ধী পরিবার, আর তাকে আগলে রাখার চেষ্টা করছে তাদের দল কংগ্রেস। 

 

Tags:

congress

Covid

Rahul

ED

Sonia

National Herald

YIL

AJL

Subhramonium Swamy

Gandhi Family


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর