পিছু হঠার প্রশ্ন নেই, অগ্নিপথই আগামির পথ
"No Rollback": Doval on Agnipath
অগ্নিপথ প্রকল্প নিয়ে এবার জোরদার সওয়াল করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই প্রকল্প প্রত্যাহারের কোনও প্রশ্নই ওঠে না। কারণ দেশের নিরাপত্তার কথা ভেবে, বহু বছর ধরে আলাপ আলোচনার মাধ্যমেই এই প্রকল্প রূপায়িত হয়েছে। অগ্নিবীরদের নিয়ে পুরো সেনাবাহিনী তৈরি হবে না বলেও জানিয়েছেন তিনি।
ডোভাল বলেন, ভবিষ্যতে যুদ্ধ হবে প্রযুক্তির মাধ্যমে। তাই যুবশক্তির প্রয়োজন। প্রয়োজন ওয়েল ট্রেইন্ড আর্মড ফোর্স। যারা অগ্নিবীর হতে চায় সেই যুবকদের উদ্দেশ্যে অজিত দোভালের বার্তা, সর্বদা পজিটিভ থাকো। দেশের প্রতি বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো নেতৃত্বের প্রতি। সর্বোপরি নিজের ওপর। তাঁর সাফ কথা, গণতন্ত্রে কোনও সিদ্ধান্তের প্রতিবাদ হতেই পারে, কিন্তু ভাঙচুর বা অরাজকতাকে কোনও ভাবেই বরদাস্ত করা যায় না।
ডোভালের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই দেশে বিরাট পরিবর্তন এসেছে। তিনি সাহস দেখাতে পেরেছেন, সাহস দেখিয়েছেন বদল আনার। তাঁর সিদ্ধান্তের ওপর ভরসা করা যায়, তা যতই ঝুঁকির হোক না কেন।
কাশ্মীর থেকে পাকিস্তান প্রসঙ্গেও মুখ খোলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ডোভালের দাবি, কাশ্মীরের মানুষ আর পাকিস্তানের পক্ষে নেই, সন্ত্রাসের পক্ষে নেই। ২০১৯ সালের পরই তাদের মনোভাবে বদল এসেছে। তারা এখন শান্তি চায় , ধর্মঘট চায় না।
আজ এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে অজিত ডোভাল একটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন যে নিরাপত্তার স্বার্থে দেশ সঠিক পথেই এগোচ্ছে। দূরদৃষ্টি নিয়েই দেশকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।