img

Follow us on

Saturday, Jan 18, 2025

PM Modi Mahakal Lok: কাশীর পর উজ্জ্বয়িনী মহাকাল করিডর উদ্বোধন মোদির

মহাকাল করিডর উদ্বোধনে মোদি

  2022-10-11 23:24:09


কাশী বিশ্বনাথ মন্দিরের পর এবার উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দির। গঙ্গার তীরে বিশ্বনাথ করিডরের পর এবার শিপ্রা নদীর ধারে মহাকাল লোক করিডর (Mahakal Lok Corridor)। আজই এই করিডরের প্রথম ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Mdoi )। শিপ্রা নদীর ধারে  মন্দির শহরকে সাজিয়ে তুলতে প্রথম ধাপে খরচ হয়েছে ৩১০ কোটি টাকা। 

করিডর উদ্বোধনের আগে আজ প্রথমেই মহাকালেশ্বর মন্দিরে যান প্রধানমন্ত্রী। সেখানে আরতি করেন তিনি। আরতি পর্বের পরই মন্দির চত্বরে মহাকাল করিডরের উদ্বোধন। করিডরের দৈর্ঘ্য ৯০০ মিটার। সেখানে ১৯০টি শিবমূর্তি। নানান ভঙ্গিতে ফুটে উঠেছেন মহাকাল। মন্দিরের সামনে রুদ্রসাগর লেক। লেকটিকেও নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। উজ্জ্বয়িনী নদী থেকে জল এনে ভর্তি করা হয়েছে রুদ্রসাগর।

মহাকাল লোক-এর অন্যতম আকর্ষণ নন্দী দ্বার বা নন্দী গেট। পাথরের উপর দেবদেবীদের কাহিনি খোদাই করে সাজানো হয়েছে গোটা এলাকা। স্যান্ড স্টোনের ওপর তুলে ধরা হয়েছে নানা পৌরাণিক কাহিনী। নটরাজ ছাড়াও আছে পার্বতী, গণেশের মূর্তি। 

প্রকল্পটি শেষ করতে মোট খরচ হবে ৮৫৬ কোটি টাকা। কাশীতে যেমন গঙ্গার পাড় জুড়ে করিডর তৈরি করে সাজানো হয়েছে বিশ্বনাথ মন্দির, তেমনি এখানেও শিপ্রা নদীর পাড় বরাবর সাজিয়ে তোলা হবে গোটা চত্বর। এখন বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন মন্দির ছড়িয়ে ছিটিয়ে ছিল এই চত্বরে। বেশ কিছুটা দূর দিয়ে বয়ে যেত শিপ্রা নদী। এখন এই নদী পর্যন্ত চত্বরই পুরোটা ঘিরে সাজিয়ে তোলা হবে। সরাসরি যুক্ত করা হবে মন্দিরের সঙ্গে। 

Tags:

PM Narendra Modi

PM Modi

Mahakal Lok

mahakal corridor inauguration

mahakal corridor

pm modi ujjain visit

mahakal corridor latest news

mahakal corridor video

mahakal corridor photo

pm modi mahakal corridor visit

mahakal corridor ujjain

mahakal corridor ujjain inauguration

what is mahakal corridor

Mahakaleswar temple


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর