img

Follow us on

Sunday, Jan 19, 2025

PM Modi Meets his mother on her 100th Birthday: মায়ের জন্মদিনে মাতৃপূজায় মোদি

মায়ের জন্মদিনে মাতৃপূজায় মোদি

  2022-06-18 20:22:28


শততম জন্মদিনে হীরাবেন মোদি (Heeraben Modi)। মায়ের সঙ্গে দেখা করতে তাই সাত সকালেই গুজরাটের বাড়িতে চলে যান প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) । ঘরে ঢুকে মায়ের আশির্বাদ নেন তিনি। তারপর মাকে পাশে বসিয়ে পুজো করেন গৃহদেবতার। চলে আরতি পর্ব। এরপর ঘটি করে মায়ের দুটি পা ধুইয়ে দেন প্রধানমন্ত্রী। পরম মমতার সঙ্গে মুছিয়ে দেন পা। তারপর সেই পা ধোওয়ানো জল তাঁর নিজের দুটি চোখে ঠেকান। শতায়ু মায়ের গলায় পরিয়ে দেন মালা। পরিয়ে দেন পট্টবস্ত্র। তারপর দুই পা ছুঁয়ে প্রণাম করেন। থালায় করে মায়ের মুখে ছুঁয়ে দেন মিষ্টি। মা হীরাবেনও ছেলের মুখে তুলে দেন প্রসাদ। এরপর মায়ের পায়ের কাছে বসে একান্তে কথা। স্মৃতিতে তখন ভিড় করছে ছেলেবেলার কথা। মনে আসছে জীবনের নানা পর্ব। 
মায়ের শততম জন্মদিনে প্রকৃতই ভাবুক হয়ে পড়েন প্রধানমন্ত্রী। নিজের ব্লকে লেখেন, মা, শুধু একটা শব্দ নয়। এটা একটা জীবন ভাবনা। যার সঙ্গে জুড়ে থাকে স্নেহ। জুড়ে থাকে ধৈর্য, বিশ্বাস। আরও কত কিছু। এরই পাশাপাশি তিনি মনে করান আগেকার দিনের কথা। তখন তিনি দেশসেবার কাজে মেতে আছেন। দিন কাটছে হিমালয় চত্বরে। তাঁর মা বড় দাদার সঙ্গে যাচ্ছেন কেদারনাথ, বদ্রীনাথ দর্শনে। সে কথা জানতে পেরে অনেকেই তখন দেখা করতে আসেন হীরাবেনের সঙ্গে। তাঁর থাকারও ভালো ব্যবস্থা হয়।  পরে বদ্রী দর্শন সেরে হীরাবেন যখন মোদির সঙ্গে দেখা করেন, তখন ছেলেকে বলেন, তুই নিশ্চয়ই কিছু ভালো কাজ করছিস। লোকজন তোকে চেনে। এমন বহু ঘটনার কথাই আজ ফিরে ফিরে এসেছে প্রধানমন্ত্রীর ভাবনায়। তিনি লিখেছেন তাঁর গ্রামের কথা। সেখানে কিছু দূরে তাঁর বাবার এক বন্ধু থাকতেন। বন্ধুর আচমকা মৃত্যু হলে তাঁর ছেলে আব্বাস মোদিজির বাড়িতে চলে আসেন। হীরাবেন সেই আব্বাসকেও ছেলেদের সঙ্গে সমান চোখে দেখতেন। ইদের দিন তার জন্য খাবারও বানাতেন।  এভাবেই সনাতন ভারতের এক অপূর্ব ছবি আজ ধরা পড়েছে প্রধানমন্ত্রীর মায়ের জন্মদিনে। ধরা পড়েছে সেই মাতৃভক্তির ছবি, যা যুগ যুগ ধরে প্রবাহিত হচ্ছে মানুষের শিরায় শিরায়। এই মাতৃভক্তির নিদর্শন যেমন দেখা গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে, তেমনি এই মাতৃভক্তিতে ভর করেই দেশমাতৃকার আরাধনা করেছেন বঙ্কিমচন্দ্র। এই মননই তাঁকে দিয়ে লিখিয়ে নিয়েছে বন্দেমাতরমের মতো জাতীয় স্তোত্র। ফলে প্রধানমন্ত্রীর মায়ের শততম জন্মদিনে যে ছবি ধরা পড়ল, তা আগামি প্রজন্মকেও প্রেরণা দেবে। প্রেরণা দেবে মায়ের আশির্বাদ নিয়ে নতুন ভারত গড়ার। 
 
মায়ের জন্মদিনে মাতৃপূজায় মোদি
#Modi#Modimeetsmother#Heerabenmodi
PM Modi Meets his mother on her 100th Birthday , Modi celebrates mother's 100 birthday, Modi Meets Mother, Heeraben Modi, Gujrat, Bjp, Modi

 

 

Tags:

bjp

Modi

Gujrat

PM Modi Meets his mother on her 100th Birthday

Modi celebrates mother's 100 birthday

Modi Meets Mother

Heeraben Modi


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর