img

Follow us on

Sunday, Jan 19, 2025

PM Modi: নতুন সংসদ ভবনের মাথায় ২০ ফুটের অশোক স্তম্ভ, উন্মোচন করলেন মোদি

নতুন সংসদ ভবনের মাথায় ২০ ফুটের অশোক স্তম্ভ, উন্মোচন করলেন মোদি

  2022-07-12 13:22:36

 আপনি দিল্লি বেড়াতে যাবেন ? তাহলে আপনার দ্রষ্টব্যে অবশ্যই রাখবেন এই দর্শনীয় স্থান। বছর শেষেই তৈরি হয়ে যাবে নতুন সংসদ ভবন। তার আগে সোমবারই এই রাষ্ট্রীয় প্রতীকের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে যে নতুন সংসদ ভবন হচ্ছে, তার মাথাতেই বসানো হয়েছে ২০ ফুট উঁচু ব্রোঞ্জের অশোক স্তম্ভ। ৯৫০০ কেজি ব্রোঞ্জ দিয়ে এটি তৈরি করা হয়েছে। উন্মোচনের পর পুজোপাঠও সারেন প্রধানমন্ত্রী। 
পুজো শেষে সংসদ ভবন নির্মাণে যারা জড়িত, তাদের সঙ্গে গিয়ে দেখা করেন প্রধানমন্ত্রী। খোঁজ নেন তাদের কোনও সমস্যা হচ্ছে কিনা। শ্রমিকদের সঙ্গে কথা বলার পর টুইটও করেন প্রধানমন্ত্রী। বলেন, দারুণ সময় কাটল। শ্রমিকদের এই অবদান চিরকাল মনে রাখবে দেশ। এবছর শীতকালীন অধিবেশনের আগেই নতুন এই ভবন তৈরি হয়ে যাওয়ার কথা। 
  

Tags:

 

Madhyom

PM

PM Modi

bangla news

Bengali news

bangla news live

bengali news today

bengali news channel

bengali news live

national emblem

New Parliament building

Central Vista Project

 Ashoke Stambha


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর