img

Follow us on

Saturday, Jan 18, 2025

Narendra Modi: রামমন্দির নির্মাণে কোন শপথ নিয়েছিলেন মোদি?

আলোর দিশারী

  2022-10-23 20:20:05

ভক্তিমার্গের পথে যাত্রা ভক্তের। রামলালার (Rammandir) দর্শনে মোদি(PM Narendra Modi)। সরযূ তীরে দীপোৎসবে প্রধানমন্ত্রী।  প্রদীপে প্রদীপে আলোকিত অযোধ্যা (Ayodhya) চত্বর। দীপোৎসবে একসঙ্গে জ্বলছে ১৫ লক্ষের বেশি প্রদীপ। আজ যখন আলোকিত রামজন্মভূমি প্রাঙ্গন, তৈরি হচ্ছে রামমন্দির, তখন চোখ মেলা যাক অতীতের দিকে(Modi's journey of devotion)।

১৯৯০ সাল। ২৫ শে সেপ্টেম্বর। গুজরাটের সোমনাথ থেকে শুরু হচ্ছে রাম রথ যাত্রা। তখন গুজরাট বিজেপির সাধারণ সম্পাদক নরেন্দ্র মোদি। গুজরাট থেকে অযোধ্যার পথে চলা রথের সারথিও তিনি।

২৬ জানুয়ারি, ১৯৯২। একতা যাত্রার শেষে কাশ্মীরের লালচকে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করলেন মোদি। তার কিছুদিন আগেই ১৪ই জানুয়ারি তিনি ঘুরে এসেছেন অযোধ্যায় রামলালার মন্দির। সেখানে শপথ নিয়েছেন,রামমন্দির নির্মাণ কাজ শুরু হলেই সেখানে ফিরবেন তিনি।

সেখানে রামলালার জন্য তাঁর প্রাণ কাঁদছে। তিনি ভগবান শ্রীরামকে উদ্দেশ্য করে কবিতা লিখছেন। জম্মু কাশ্মীর বিজেপির লেটার হেড প্যাডেই লিখে রাখছেন তাঁর প্রাণের কথা।

১৯৯৮ সাল। মরিশাসের মোকা। সেখানে আয়োজিত হয়েছে রামায়ণ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। হাজির নরেন্দ্র মোদি। সেদিন ভগবান রাম নিয়ে মোদির কথা শুনে উপস্থিত সকলেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন ।

মনে মনে শপথ নিয়েছিলেন ১৯৯২ সালে।সেই  শপথ পূরণ হল ২০২০ সালে। ৫০০ বছর ধরে চলা রামমন্দির আন্দোলনের পরিসমাপ্তি ঘটল। পূর্ণ হল ভক্তের মনোবাঞ্ছা। ৫ই আগষ্ট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মোদি।

এখন পুরোদমে চলছে রামমন্দির নির্মাণের কাজ। গত পাঁচ বছর দীপাবলি উপলক্ষ্যে সাজানো হয়েছে সরযূ নদীর তীর। এবারও সেই আয়োজন। ষষ্ঠবার দীপোৎসব। এক আলোর পথের যাত্রার নিদর্শন।



 

 

Tags:

PM Narendra Modi

Narendra Modi

PM Modi

Ayodhya

Ayodhya Ram Mandir

Ayodhya Deepotsav

Ayodhya Deepotsav 2022

pm modi in ayodhya

pm modi ayodhya

modi ayodhya

somnath to Ayodhya

gurat bjp general secretary to PM

Modi ayodhya Journey

Modi Archive

Modis journey of devotion

modi in ayodhya

pm modi ayodhya visit

ayodhya pm modi

pm modi arrives in ayodhya

deepotsav in ayodhya

ayodhya news

ayodhya ram mandir pm modi

pm modi on ayodhya

narendra modi in ayodhya

deepotsav ayodhya

pm modi ayodhya speech

diwali in ayodhya

modi ayodhya mein

ayodhya diwali

pm modi to visit ayodhya


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর