'বিদেশে দেশের নিন্দা হীন মানসিকতার পরিচয়'
SWAMI SARVAPRIYANANDA
CAA হোক, বা NRC. মোদি সরকার যে সিদ্ধান্তই নিক, তার বিরোধিতায় বিদেশে সোচ্চার থাকেন একশ্রেণির বুদ্ধিজীবী। বিদেশিদের কাছে দেশের মাথা হেঁট করার এ এক অদ্ভূত প্রবণতা। হীন মানসিকতা থেকেই এই প্রবণতার সৃষ্টি হয় বলে মনে করেন রামকৃষ্ণ অনুরাগী ও হিন্দু সন্ন্যাসী স্বামী সর্বপ্রিয়ানন্দ। তাঁর মতে, গোরাদের কাছে এটা হিরো হওয়ার চেষ্টা। এমন প্রচেষ্টা কোনও দিন সফল হতে পারে না।
স্বামী সর্বপ্রিয়ানন্দজি একসময় দেওঘর বিদ্যাপীঠের সঙ্গে যুক্ত ছিলেন। তারপর বেলুড় শিক্ষামন্দির বিএড কলেজের অধ্যক্ষ হন। এখন থাকেন আমেরিকায়। মানুষকে জীবনের সঠিক পথ দেখানোই তাঁর মন্ত্র। কিন্তু এই পথের কথা বলতে গিয়েই একশ্রেণির ভারতীয় বুদ্ধিজীবীর মানসিকতা নিয়ে সোচ্চার হন তিনি। কোভিড কালে প্রধানমন্ত্রী যখন থালা বাজানোর কথা বলেন, তখন কিছু মানুষ হাসাহাসি করেছিলেন। কিন্তু খোদ ম্যানহাটনেই প্রতিদিন সন্ধ্যায় ঘণ্টা বাজানো হত। এটা যদি সমালোচকরা জানতেন, তাহলে চুপ করে যেতেন বলে মত সর্বপ্রিয়ানন্দজীর।
যাঁদের নিজের প্রতি শ্রদ্ধা নেই, সংস্কৃতির প্রতি ভালবাসা নেই, সে ধরণের কিছু মানুষই বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের নিন্দা করতে পারেন বলে মত হিন্দু সন্ন্যাসীর।
monk lambasted to NRI's who critisize India in foreign land
Don't criticiz mother land in foreign la
Protesting against India in foreign land is mean mindedness: Monk
Swami Sarvapriyananda, Newyork vedanta Society, caa, nrc, Hindu Monk, vedanta society of southern california,
#SwamiSarvapriyananda #NewyorkVedantaSociety #caa #nrc #SwamiSarvapriyanandadeciple