১২৫ বালির রথ গড়েই বিশ্বরেকর্ড, পুরীর শিল্পী সুদর্শনের
পিছনে সমুদ্র, সামনে সুদর্শনের বালি শিল্প রথযাত্রার সময়কার পরিচিত দৃশ্য পুরীতে সমুদ্রের উদ্দামতাও এখানে শান্ত সমাহিত এক মুহূর্ত দাঁড়িয়ে অপেক্ষা, বালি স্থাপত্যের সামনে থমকে থাকে সময়, ওই আশ্চর্য শিল্পের মুখোমুখি প্রতিবারের মত এবারও সমুদ্রতটে সুদর্শনের বালি শিল্প সুদর্শন পট্টনায়ক বিখ্যাত তার এই বালি স্থাপত্যের জন্য এবারে বিশেষত্ব ১২৫ রথের সমাহারে জগতের নাথ মূল তিন রথ তো আছেই, তাঁদের সঙ্গী বাকি ১২৫ ২০১৬ সালে তৈরি করা নিজের রেকর্ড নিজেই ভাঙলেন করোনার কারণে রথযাত্রায় ভক্তের অভাব ছিল ভক্ত বিনা জগতের নাথ নিজেই অনাথ এবার জনসমাগমে ভরে উঠেছে পুরী পুরীর রথযাত্রা দেখে, সমুদ্র তটে বালি শিল্পে মন মুখোমুখি দুই, ভক্ত আর ভগবান,শিল্পী আর স্রষ্টা ভাঙবে জেনেই গড়া, ঢেউয়ের মতই জীবনযাপন