img

Follow us on

Sunday, Jan 19, 2025

Rahul: সনিয়াকে কেন গাল টিপে দিলেন রাহুল?

সনিয়াকে কেন গাল টিপে দিলেন রাহুল?

  2022-12-28 20:56:32

কংগ্রেসের (congress) ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস। দিল্লিতে অনুষ্ঠানে হাজির সনিয়া গান্ধী (Sonia Gandhi) , রাহুল গান্ধী Rahul Gandhi) সহ শীর্ষ নেতারা। সেখানেই অম্বিকা সোনিকে পাশে নিয়ে ছেলের সঙ্গে মস্করা। আর সেসময়েই মায়ের গাল টিপে (PDA) দিলেন রাহুল। ভাল করে দেখুন সেই মুহূর্তের ছবি। এই ছবি এখন ইন্টারনেটে ভাইরাল (VIRAL)। তবে কী এমন হল যে রাহুল মায়ের গাল টিপে দিলেন? সকলেই দেখছেন রাহুলের এখনকার ছবি। একমুখ দাড়ি। তা নিয়েই কি অম্বিকা সোনির সঙ্গে কথা? অনেকদিন ধরেই দেশের মোস্ট এলিজেবল ব্যাচেলর হিসেবে ছিলেন রাহুল। এখনও বিয়ে সাদি করেননি।  ছেলের এই অবস্থা নিয়েই মনে হয় মা সনিয়া অম্বিকার কাছে দুঃখ করছিলেন। অনেকের অনুমান, তিনি বলছিলেন, ছেলের যা অবস্থা! একমুখ পাকা দাড়ি! ওকে এখন আর কে বিয়ে করবে? এই শুনেই মনে হয় মায়ের গাল টিপে ধরেন রাহুল। অনেকে বলছেন আদিখ্যেতা। অনেকে বলছেন, সুন্দর অন্তরঙ্গ মুহূর্ত। সে যাই হোক, সনিয়ার ইঙ্গিত যে ক্যামেরায় স্পষ্ট, তা বুঝতে পারছেন সকলেই। এদিন টি শার্ট পরেই দলের প্রতিষ্ঠা দিবসে হাজির রাহুল। তাঁকে যখন এক সাংবাদিক প্রশ্ন করেন, আজও টি শার্ট! তখন তাঁর উত্তর, টি শার্টই চলছে। যতদিন চলে চলুক। 

এরমধ্যেই ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন রাহুল। তাঁর অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। জানুয়ারিতেই এই যাত্রা হবে উত্তরপ্রদেশে। কন্যাকুমারিকা থেকে শুরু করে যাত্রা পৌঁছবে কাশ্মীরে। তার আগে ভারত জোড়োর আদলে বাংলায়  শুরু হয়েছে এই যাত্রা। গঙ্গাসাগর থেকে শুরু হয়ে তা পৌঁছবে পাহাড়ে। অধীর চৌধুরীর নেতৃত্বে ২৩ জানুয়ারি পর্যন্ত রাজ্যের ১০টি জেলা পরিক্রমা করবেন কংগ্রেস কর্মীরা। তবে তাঁদের এই যাত্রার মুহূর্তে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দিল্লিতে যে ছবি ধরা পড়ল তা চোখ টানছে সকলের।
 

Tags:

rahul gandhi

Rahul

rahul gandhi bharat jodo yatra

rahul gandhi tease sonia

rahul gandhi news

bharat jodo yatra rahul gandhi

rahul gandhi latest news

rahul gandhi t shirt

rahul gandhi latest

rahul gandhi in Delhi

Rahul Gandhi on Congress foundation day

rahul sonia pda

rahul embarrass mother sonia

cong foundation day rahul gandhi

sonia rahul

rahul sonia

rahul sonia ambika soni