img

Follow us on

Thursday, Nov 28, 2024

Love Wins: সাত পাকে বাঁধা পড়ল রাশিয়া-ইউক্রেন

ভারতের মাটিতে সাত পাকে বাঁধা রাশিয়া-ইউক্রেন

  2022-08-05 19:19:36

ওরা ভালো বেসে ফেলেছেন ভারতকে। ভালো বেসে ফেলেছেন হিন্দুত্বকে। হিন্দু ঘরের রীতি, আচার তাদের মন টেনেছে। আর তাই হিন্দুমতেই সেরে ফেললেন বিয়ে। সাতপাকে বাঁধা পড়লেন ভারতের মাটিতে। পাত্রের নাম সার্গেই নভিকভ। বাড়ি রাশিয়ায়। পাত্রীর নাম ইলোনা ব্রামোকা। বাড়ি ইউক্রেনে। দু দেশের মধ্যে যতই যুদ্ধ চলুক, তারা একে অপরকে ভালো বেসে ফেলেছিলেন। আর তাই ভারতের মাটিতে থাকতে থাকতেই সেরে ফেললেন বিয়ে। আর তা একেবারে হিন্দু মতে। 
 
হিমাচল প্রদেশের ধরমশালায় আগস্টের প্রথম সপ্তাহেই এই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের সময় হাজির ছিলেন স্থানীয় মানুষজন। হিন্দু মন্ত্র উচ্চারণের সঙ্গে অগ্নিকে সাক্ষী রেখেই গাঁটছড়া বাঁধলেন নভিকভ আর ইলোনা। 

দু বছর আগেই প্রেমে পড়েন এই রাশিয়ার ছেলে আর ইউক্রেনের মেয়ে। এক বছর আগে তাঁরা চলে আসেন ভারতে। ডেরা বাঁধেন হিমাচলের ধরমশালায়। এখানকার আতিথেয়তায় মুগ্ধ হন তাঁরা। মুগ্ধ হন ভারতের সনাতন ধর্মে। হিন্দু কালচারে। আর তাই সহস্র যোজন দূরে তাদের দুই দেশ যখন যুদ্ধে মত্ত, তখন তাঁরা খুঁজে নিলেন ভালবাসার রাস্তা। তাঁদের প্রেমকে সংস্কৃত মন্ত্রোচ্চারণের সঙ্গে পরিণতি দিলেন স্থানীয় পণ্ডিত রমন শর্মা। কন্যাদান করলেন বিনোদ শর্মা। ভারত সাক্ষ্মী থাকল এক অমর প্রেমের। বিশ্ব দেখল, যুদ্ধের ডঙ্কাকে হারিয়ে ভালোবাসার জয়। 

 

Tags:

russia ukraine war

Russia ukraine

  Russia

Hindu Rituals

hindu marriage

russian ukrainian hindu marriage

russian man marries ukrainian girlfriend

russian marries ukrainian

russian marries ukrainian at dharamsala

 ukraine russia marriage

russian

russian marries ukrainian between war


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর