ব্যাম্বু ড্যান্স
তালে তালে নাচ। ছন্দবদ্ধ নাচ। যুগ যুগ ধরে চলে আসছে এই নৃত্য। মিজোরামের এই প্রথাগত আদিবাসী ড্যান্সই এবার দেখা গেল গুজরাটে। সেখানকার আমবাচ গ্রামে সরস্বতী কন্যা বিদ্যালয়ের ছাত্রীরা তুলে ধরলেন এই ব্যাম্বু ড্য়ান্স। এই ব্যাম্বু ড্যান্সকে চেরাও ড্যান্সও বলে অনেক জায়গায়।