img

Follow us on

Wednesday, Jan 22, 2025

Super Vasuki: দেশের দীর্ঘতম মালগাড়ি বানিয়ে চমক রেলের!

ডানকুনি থেকে লুধিয়ানা ছুটবে এই মালবাহী গাড়ি?

  2022-08-17 19:26:38


স্বাধীনতার ৭৫ বছরে ভারতীয় রেলের রেকর্ড। তৈরি হয়ে গেল সবচেয়ে লম্বা গুডস ট্রেন। যার দৈর্ঘ্য সাড়ে তিন কিলোমিটার। একসঙ্গে মাল বহন করতে পারবে ২৭ হাজার টন। মালগাড়িটিতে আছে ২৯৫টি ওয়াগন আর ৬টি লোকোমোটিভ ইঞ্জিন। নাগরাজ বাসুকির নামে এই ট্রেনটির নাম রাখা হয়েছে সুপার বাসুকি। ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে পরীক্ষামূলক ভাবে চলতে শুরু করল এই সুপার বাসুকি। দেশের ইতিহাসে এই প্রথম এত লম্বা ও এতো ওজনের মাল বহনে সক্ষম মালগাড়ি চালু করল রেল।স্বাধীনতার অমৃত মহোৎসবে এ এক বিরাট অবদান ভারতীয় রেলের।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কোনও পাওয়ার প্ল্যান্টে সারাদিনে যত পরিমাণ কয়লা সরবরাহের দরকার, তা সরবরাহ করতে পারবে এই সুপার বাসুকি। আগে প্রতিবার যাত্রায় কোনও মালগাড়ি ৯ হাজার টন পর্যন্ত কয়লা বহন করতে পারত। এখন তা বেড়ে তিনগুণ হল। অর্থাৎ, মাঝে মাঝে দেশে যখন কোনও বিদ্যুতের সঙ্কট দেখা দেয়, তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এই সুপার বাসুকি। অন্ধকার দূর করে ঘরে ঘরে আলো পৌঁছতে পাওয়ার প্ল্যান্টে দ্রুত কয়লা পৌঁছে দিতে পারবে এই মালগাড়ি। আর এখানেই আজাদি কা অমৃত মহোৎসবে ভারতীয় রেলের এই সাফল্য। 

১৫ আগস্ট এই সুপার বাসুকি  ভিলাই থেকে যাত্রা শুরু করে। ২২৪ কিলোমিটার দূরের কোরবায় পৌঁছতে মালগাড়িটি সময় নেয় সাত ঘণ্টা। বিশ্বে খুব কম দেশেই এত লম্বা মালগাড়ি তৈরি হয়েছে। সুপার বাসুকি এতটাই লম্বা যে একটি স্টেশন পেরোতে প্রায় চার মিনিট সময় লাগবে। সুপার বাসুকিতে ৬টি ইলেকট্রিক লোকোমোটিভ লাগানো হয়েছে। এখানে মেন ইঞ্জিনে লোকো পাইলট বসে থেকে মালগাড়ি চালাবেন। আগে এরকম একাধিক লোকো ইঞ্জিন লাগানো থাকতো। সেখানে থাকতেন লোকো পাইলট। সামনের ইঞ্জিন থেকে লোকো পাইলট ওয়ারলেসে জানাতেন যে মালগাড়ি থামানো হচ্ছে, বা ব্রেক কষা হচ্ছে। সেই অনুযায়ী সকলে কাজ করতেন। কিন্তু এখন আর সেই সমস্যা নেই। একজন লোকো পাইলটই গোটা মালগাড়ি চালাবেন। ফলে মালগাড়ির গতিবেগ বজায় রাখা সহজ হবে।  সুবিধা হবে পশ্চিমবঙ্গেও। এরাজ্যেই ডানকুনি থেকে পাঞ্জাবের লুধিয়ানা পর্যন্ত ফ্রেট করিডর তৈরি হচ্ছে। এই রেল পথ চালু হয়ে গেলে সুপার বাসুকির মতো মালগাড়ির সাহায্যে অতি দ্রুত এক রাজ্য থেকে অন্য রাজ্যে মাল পৌঁছে দেওয়া যাবে। সময় বাঁচবে রেলের। সময় বাঁচবে জনতার। আর এভাবেই ধাপে ধাপে ভারত এগিয়ে যাবে উন্নত রাষ্ট্র হিসেবে নিজেকে তুলে ধরার লক্ষ্যে। 
 

 

Tags:

 

Madhyom

bangla news

Bengali news

Indian Railways

vasuki train

super vasuki train

vasuki train length

vasuki train in india

longest train

super vasuki

vasuki

super vasuki train route

super vasuki goods train

india's longest train

 vasuki train facts

vasuki train detail

vasuki train details

3.5 km india's longest freight train

longest freight train

South Eastern Central Railway

SECR zone

india's longest freight train


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর