img

Follow us on

Thursday, Nov 28, 2024

Modi Kartavya Path: কিংসওয়ে থেকে রাজপথ ছুঁয়ে কর্তব্যপথ

কর্তব্য পথ

  2022-09-08 20:56:18

   

১০২ বছরে তিন বার। বদলে গেল পথের নাম। ব্রিটিশ শাসনে যা ছিল কিংসওয়ে (Kingsway), স্বাধীনতার পর তাই হয় রাজপথ। আজাদি কি অমৃত মহোৎসবে সেই রাস্তাই এখন কর্তব্য পথ। আজ এই পথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে তিনি উন্মোচন করেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি। এবছরই ২৩ জানুয়ারি এখানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর হলোগ্রাম উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী। গ্রানাইট পাথরে তৈরি নেতাজির মূর্তিটি ২৮ ফুট উঁচু। ওজন ৬৫ মেট্রিক টন। শিল্পী অরুণ যোগীরাজ মূর্তিটি তৈরি করেছেন। এদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তিনি যাননি। 


১৯১১ সালে কলকাতা থেকে যখন ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়,তখনই তৈরি হয়েছিল পথের নকশা। ১৯২০ সালে খুলে যায় এই রাস্তা। ইন্ডিয়া গেট থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত  পথের দূরত্ব তিন কিলোমিটারের সামান্য বেশি। প্রজাতন্ত্র দিবসের প্যারেড হয় এখানেই। 

দিল্লিতে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হতে চলেছে এই স্থানই। ১৯ একর জায়গা জুড়ে তৈরি হয়েছে কর্তব্য পথ। থাকছে ১৬টি ঝিল। থাকছে বোটিংয়ের ব্যবস্থা। সাজানো হচ্ছে রঙিন আলোয়। থাকছে পায়ে চলার রাস্তা। এমনকি বসবার জায়গা।  

আসলে এই রাস্তার সঙ্গেই এতদিন জড়িয়ে ছিল ব্রিটিশ শাসকের নাম। ১৯০৫ সালে পঞ্চম জর্জ তাঁর পিতার সম্মানে লন্ডনে তৈরি করেছিলেন একটি রাস্তা। নাম দেওয়া হয় কিংসওয়ে। সেই নামই উঠে আসে দিল্লির রাস্তায়। ১৯১১ সালে যা  উদ্বোধন করতে আসেন স্বয়ং পঞ্চম জর্জ। স্বাধীনতার পর সেই কিংসওয়েরই হিন্দি নামকরণ হয় রাজপথ। তবে ৭৫ বছর পর পরাধীনতার সেই চিহ্ন মুছেই নতুন ভারতের জয়যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী। 
 

 

 

 

 

Tags:

Madhyom

Modi

PM

bangla news

Kartavya Path

kartavya path news

kartavya path inauguration

kartavya path delhi

central vista

narendra modi inaugurates kartavya path

rajpath to kartavya path

rajpath kartavya path

kartavya path central vista

kartavya path new name of rajpath

rajpath name change to kartavya path

about kartavya path

pm modi kartavya path

pm modi inaugurates kartavya path

rajpath as kartavya path


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর