শ্রাবণের শুরুতে উজ্জ্বয়িনীর মহাকাল মন্দিরে ভস্ম আরতি
মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে মহাকালেশ্বর মন্দির। ভারতে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে এটি একটি। এই মন্দিরের কাছ দিয়েই বয়ে গেছে শিপ্রা নদী। শ্রাবণ মাস জুড়েই এখানে ভক্তের ঢল নামে। ভোর রাতেই খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। তা খোলা থাকে রাত ১১টা পর্যন্ত। আজ শ্রাবণ মাসের প্রথম দিনে উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। ভোর তিনটে থেকেই খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। চলে ভস্ম আরতি। ভস্ম আরতির আগে মহাদেবকে স্নান করানো হয়। এটাকে বলা হয় মহাকালের জলাভিষেক। এরপর মন্ত্রোচ্চারণ করতে করতে পঞ্চামৃত ঢালা হয়। শুরু হয় পুজো। চলে শৃঙ্গার পর্ব। চন্দন, বেলপাতা, ভাঙ্ ইত্যাদি দিয়ে হয় শৃঙ্গার। ত্রিশুল, মুকুট আর ফুলের মালায় মহাকালকে সাজানো হয়। ভস্ম আরতি শেষে ভক্তদের ফল আর মিষ্টি বিতরণ হয়। শ্রাবণ মাসের প্রথম সোমবার হয় ব্রত পালন ও বিশেষ পুজোর আয়োজন।