৫০ লক্ষ টাকা দিয়ে ২ হাজার কোটির সম্পত্তি!
What is National Herald Case কংগ্রেসের ঘুম উড়িয়ে দিয়েছে ন্যাশনাল হেরাল্ড মামলা (National Herald Case)। ইডির জেরার মুখে রাহুল গান্ধী (rahul gandhi)। টানা হাজিরা দিতে হচ্ছে তাঁকে। এর বিরুদ্ধে রাজ্যে রাজ্যে প্রতিবাদে নেমেছে কংগ্রেস। কিন্তু কেন এই জেরা?কেন তলব কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে (sonia gandhi)? ন্যাশনাল হেরাল্ড মামলাটাই বা আসলে কী ? চলুন নজর দেওয়া যাক সেদিকে। তখন ১৯৩৭ সাল। জহরলাল নেহরুর পরিকল্পনায় তৈরি হয় অ্যাসোসিয়েটেড জার্নাল প্রকাশনা সংস্থা । এই সংস্থাই ১৯৩৮ সালে প্রকাশ করে ইংরেজি পত্রিকা ন্যাশনাল হেরাল্ড। এটি কংগ্রেসের মুখপত্র ছিল। আরও দুটি পত্রিকা প্রকাশ করত এই সংস্থা। হিন্দিতে প্রকাশিত হত নবজীবন। উর্দুতে কওমি আওয়াজ। এখন যেমন তৃণমূলের জাগো বাংলা বা সিপিএমের গণশক্তি, সেই সময় কংগ্রেসের মুখপত্র ছিল ন্যাশনাল হেরাল্ড। অ্যাসোসিয়েটেড জার্নালে জহরলাল নেহরুর কোনও মালিকানা ছিল না। তবে পাঁচ হাজার স্বাধীনতা সংগ্রামীর অনুদানের টাকাতেই তৈরি হয়েছিল এই প্রকাশনা সংস্থা। তাঁরাই ছিলেন অ্যাসোসিয়েটেড জার্নালের শেয়ার হোল্ডার। সময়ের সঙ্গে সঙ্গে পত্রিকাটি গুরুত্বহীন হয়ে পড়ে। কমে যায় বিক্রি। ২০০৮ সালে অ্যাসোসিয়েটেড জার্নাল প্রকাশনা সংস্থা সিদ্ধান্ত নেয় যে তারা আর পত্রিকাটি প্রকাশ করবে না। ঋণ নিতে নিতে সংস্থার কাঁধে তখন ৯০ কোটি টাকার বোঝা। ঋণ শোধ করতে তখন একটি কৌশল নেয় কংগ্রেস। তৈরি হয় একটা নন-প্রফিট কোম্পানি। নাম দেওয়া হয় ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। কোম্পানির ৭৬ শতাংশ শেয়ার থাকে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর নামে। ঋণের টাকা মিটিয়ে দেয় কংগ্রেস তথা গান্ধী পরিবার। ওই টাকা দিয়ে অ্যাসোসিয়েটেড জার্নালের সমস্ত সম্পত্তি কিনে নেয় ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ফলে ওই প্রকাশনা সংস্থার ৭৬ শতাংশ সম্পত্তির মালিক হয়ে যান রাহুল ও সোনিয়া গান্ধী। বিজেপির প্রশ্ন, কেন এমন কোম্পানি কিনতে গেল গান্ধী পরিবার? এখন চলুন নজর দেওয়া যাক কীভাবে এই কেলেঙ্কারি সামনে আসল সেদিকে। ২০১২ সাল। এক জনস্বার্থ মামলা দায়ের করলেন সুব্রক্ষ্মণ্যম স্বামী । তাঁর অভিযোগ ৫০ লক্ষ টাকা খরচ করে ৯০ কোটি টাকার সম্পত্তি করায়ত্ত করেছে গান্ধী পরিবার। স্বামীর দাবি, কংগ্রেস প্রথমে ৯০ কোটি টাকার লোন দেয়। পরে অ্যাকাউন্ট বইতে কারসাজি করে ওই অ্যাকাউন্ট ৫০ লক্ষ টাকা দেখানো হয়। মানে মুফতে লুঠ সাড়ে ৮৯ কোটি টাকা। অন্তত স্বামীর অভিযোগ এমনই। এদিকে কাগজ বন্ধ হয়ে যাওয়ার পরই রিয়েল এস্টেট ব্যবসায় নেমে পড়ে অ্যাসোসিয়েটেড জার্নালস। ওই প্রকাশনা সংস্থার অধীনে দিল্লি, লখনউ ও মুম্বইয়ে যে সব সম্পত্তি ছিল, তা নিয়েই শুরু হয় রিয়েল এস্টেট ব্যবসা। বিজেপি নেতা সুব্রক্ষ্মণ্যম স্বামীর দাবি, বিভিন্ন শহরে অ্যাসোসিয়েটেড জার্নাল প্রকাশনা সংস্থার যে সম্পত্তি ছিল তার মূল্য ২ হাজার কোটি টাকারও বেশি। ইয়ং ইন্ডিয়ার নামে ওই সমস্ত সম্পত্তি করায়ত্ত করে কংগ্রেস। যার ৭৬ শতাংশ রয়েছে গান্ধী পরিবারের হাতে। ৩৮ শতাংশ রাহুল গান্ধীর নামে। ৩৮ শতাংশ সোনিয়া গান্ধীর নামে। বাকি ২৪ শতাংশের মধ্যে ১২ শতাংশ আছে মোতিলাল ভোরা ও বাকি ১২ শতাংশ অস্কার ফার্নান্ডেজের নামে। এখন ইডি কেন এই তদন্ত করছে? তাদের দাবি, ইয়ং ইন্ডিয়ার নামে গান্ধী পরিবার যে কোটি কোটি টাকার সম্পত্তি ভোগ করছে, তার জন্য তাদের ট্যাক্স দিতে হবে। কংগ্রেসের যুক্তি, ইয়ং ইন্ডিয়া যেহেতু নন-প্রফিট সংস্থা, তাই এখান থেকে তারা আইনত কোনও আয় দেখাতে পারে না। বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন বলেও দাবি তাদের। কিন্তু ইডির যুক্তি, ইয়ং ইন্ডিয়াকে নন-প্রফিট সংস্থা দেখানো হয়েছে, কিন্তু তারা কোনও চ্যারিটেবল কাজই করেনি। কংগ্রেস বলছে, তারা একটি সংবাদপত্র কিনেছে। সেটা চালানোই চ্যারিটেবেল কাজ। এমন দাবি কতটা যুক্তিগ্রাহ্য তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইডির প্রশ্ন, ঋণ মেটাতে ৫০ লক্ষ টাকা কোথা থেকে পেয়েছিল কংগ্রেস? কংগ্রেস জানিয়েছে, কলকাতার ডটেক্স কোম্পানি থেকে তারা ১ কোটি টাকা নিয়েছে। গোয়েন্দাদের দাবি, এটা শেল কোম্পানি। কংগ্রেসের অভিযোগ, গান্ধী পরিবারকে হেনস্থা করতে গোটাটাই রাজনৈতিক চক্রান্ত। কিন্তু বিজেপির দাবি, গোয়েন্দারা যা জানতে চাইবে, তার সদুত্তর কী দিতে পারবেন রাহুল বা সোনিয়া গান্ধী? চ্যারিটেবল ট্রাস্টের নামে তাঁরা যে টাকা আত্ম্যসাৎ করেননি, তা কি বোঝাতে পারবেন তাঁরা? না কি, ৫০ লক্ষ টাকা দিয়ে কীভাবে ২০০০ কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া যায়, সেই রহস্য অধরাই থেকে যাবে? #nationalheraldcase #whyedsummonsrahul#ExplainedNationalHeraldcase what is national herald case, national herald case update , Explained: National Herald case against Gandhi family in India, Understand National Herald Case In Which ED Has Summoned Rahul Gandhi & Sonia Gandhi , money laundering case, Details Of national herald case, National Herald Case Rahul Gandhi, ED QUESTIONS RAHUL,Rahul Gandhi appears before ED, National Herald Case, Associated Journal Limited, ED row cong protest, Madhyam,
Tags:
Money Laundering Case
National Herald Case
ED questions Rahul
what is national herald case
national herald case update
Explained: National Herald case against Gandhi family in India
Understand National Herald Case In Which ED Has Summoned Rahul Gandhi & Sonia Gandhi
Details Of national herald case
National Herald Case Rahul Gandhi
Rahul Gandhi appears before ED
Associated Journal Limited
ED row cong protest
Madhyam