সলমনের সঙ্গে ধনখড়ের কী সম্পর্ক?
উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী হয়েছেন জগদীপ ধনখড়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মনোনয়ন পত্রও জমা দিয়েছেন তিনি। ৬ আগস্ট তাঁর লড়াই বিরোধী প্রার্থী মার্গারেট আলভার সঙ্গে। যদি জেতেন, তাহলে রাজস্থান থেকে তিনিই হবেন দ্বিতীয় ব্যক্তি, যিনি দেশের উপরাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করবেন। তবে এই জগদীপ ধনখড়ের সঙ্গে অভিনেতা সলমন খানের কীভাবে সম্পর্ক ছিল জানেন? ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ মামলায় জড়িয়ে পড়েছিলেন সলমন। হাম সাথ সাথ হ্যায় সিনেমার শ্যুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সলমনের সঙ্গেই ছিলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে, টব্বু ও নীলম। এই মামলায় জেলও খাটতে হয়েছিল সলমনকে। মামলা পৌঁছেছিল যোধপুর হাইকোর্টে। তখন দেবানন্দ গহলৌত সলমনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন প্রবীণ আইনজীবী জগদীপ ধনখড়ের সঙ্গে। সলমনের পক্ষে দাঁড়ান ধনখড়। জামিন পান অভিনেতা। সেই মামলা এখনও চলছে যোধপুর হাইকোর্টে। তবে সেদিনের সেই আইনজীবীই আজ দেশের উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে। এরমধ্যে ১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুনু থেকে জনতা দলের হয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৯০ সালে কেন্দ্রীয় মন্ত্রীও হন। তবে ২০০৩ সালে তিনি যোগ দেন বিজেপিতে। রাজনীতিতে থাকলেও তিনি আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টেও প্র্যাকটিস করেছেন। ১৯৮৭ সালে সর্বকনিষ্ঠ হিসেবে রাজস্থান বার অ্যাসোসিয়েশনের সভাপতি হন তিনি। আইনজীবী, মন্ত্রী, রাজ্যপাল থেকে এবার উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে। তাঁর মনোনয়নে অভিভূত ধনখড়। বলেন, একজন কৃষক সন্তান থেকে এই উত্তরণ তাঁর স্বপ্নেও ছিল না।
ধনখড় উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে তার সঙ্গে জড়িয়ে যাবে এই বাংলার নামও। কারণ তিনি বর্তমানে এরাজ্যেরই ভোটার। বাংলার প্রতিনিধি হিসেবেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। গত জানুয়ারি মাসে ভোটার তালিকা সংশোধনের সময় রাজভবনের ঠিকানায় তাঁর ও স্ত্রী সুদেশ ধনখড়ের নাম তুলিয়েছিলেন ধনখড়। ফলে তাঁর উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে একদিক থেকে যোগ থাকছে বাংলারও।
Tags:
Madhyom
news
bangla news
Bengali news
Trending News
Jagdeep dhankar
bangla news live
bengali news today
bengali news channel
bengali news live
news bangla
news channel
news update
jagdeep dhankhar vice president
jagdeep dhankhar news
jagdeep dhankhar vice president candidate
jagdeep dhankar vice president
jagdeep dhankar news
guv jagdeep dhankhar
dhankhar salman
dhankar salman khan
advocate jagdeep dhankhar
jagdeep dhankhar
who is jagdeep dhankhar
wb governor jagdeep dhankhar
jagdeep dhankhar latest news
black buck poaching case
salman khan blackbuck case
blackbuck case