শিক্ষক দিবসের অনুষ্ঠানে মোদি
ব্রিটেনকে ছাপিয়ে বিশ্ব অর্থনীতিতে পঞ্চম দেশ (World fifth biggest economy) হিসেবে উঠে এসেছে ভারত। আমাদের দেশের কাছে এই প্রাপ্তি বিশাল। এটা দেশবাসীর কাছে বিশেষ মুহূর্ত। তার কারণ, যে ইংল্যান্ড আড়াইশো বছর ধরে ভারতকে শাসন করে গেছে, তাদেরকেই টপকে আমাদের এই অর্জন। শিক্ষক দিবসে জাতীয় শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার অনুষ্ঠানে আজ এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই অনুষ্ঠানেই দেশের ১৪,৫০০ টি স্কুলকে মডেল স্কুল বানানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বলেন, রাইজিং ইন্ডিয়া (Rising India (PM-SHRI) Yojana) প্রকল্পে প্রধানমন্ত্রী স্কুলের (Pradhan Mantri Schools) অধীনে এই স্কুলগুলিকে বেছে নেওয়া হবে। তৈরি করা হবে উন্নতমানের বিদ্যালয়।