মিউনিখে মোদির টানে বাইডেন
A rare picture of modi biden closeness
ছবি..বাইডেন এগিয়ে এসে মোদিকে মিট করছে
ছবিটা ভালো করে দেখুন। প্রধানমন্ত্রী মোদি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। পাশাপাশি দাঁড়িয়ে গ্রুপ ছবি তোলার জন্য প্রস্তুতি চলছে। এমন সময়ই দূর থেকে মোদিকে দেখতে পেয়ে সেখানে হাজির আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। কাঁধে হাত দিয়ে মোদিকে ডাকেন তিনি। প্রধানমন্ত্রীও পিছন ফিরে বাইডেনকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত। সংবাদ সংস্থা রয়টার্সের ক্যামেরায় ধরা পড়েছে এমনই আন্তরিক এক দৃশ্য। ধরা পড়েছে দুই শীর্ষ নেতার একাত্মতা। ক্যামেরা বন্দি হয়ে গেছে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বের বুনট। দু দিনের সফরে জার্মানির মিউনিখে গেছেন প্রধানমন্ত্রী মোদি। এদিনই জি সেভেনের শীর্ষ বৈঠকে হাজির ছিলেন শীর্ষ নেতারা। সেখানেই ধরা পড়ল নরেন্দ্র মোদির গ্রহণযোগ্যতা। শুধু বাইডেনই নয়, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রঁ তাঁর সঙ্গে যেভাবে কথা বলছিলেন, তা বুঝিয়ে দিচ্ছিল মানসিক দিয়ে পারস্পরিক আস্থার কথা। বুঝিয়ে দিচ্ছিল তাঁরা মোদিকে কতটা ভরসা করেন। বিশ্ব নেতা হিসেবে কোন জায়গায় স্থান দেন। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলৎজও সাদরে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শীর্ষ বৈঠক হিসেবে তখন সেখানে হাজির বিশ্বের হুজ হু-রা। আলোচনা চলছে রুশ-ইউক্রেন যুদ্ধের মাঝে বিশ্বজুড়ে খাদ্যের অপ্রতুলতা নিয়ে। কথা চলছে পরিবেশ দূষণ নিয়ে। সেখানেই দৃঢ় কণ্ঠে যুগ যুগ ধরে ভারতে চলে আসা মানবিকতা ও মানসিকতার কথা তুলে ধরছেন। তুলে ধরছেন হাজার বছর ধরে চলে আসা ভারতের মহানুভবতার কথা। আর এভাবেই তিনি বিশ্বের দরবারে মহানুভব হয়ে উঠছেন। তিনি যে বিশ্ব নেতাদের মধ্যে কিছুটা স্বতন্ত্র, তা ফুটে উঠেছে গ্রুপ ছবিতেও। যখন সবাই স্যুট পরে, তখন তিনি ভারতীয় পোশাকে। তাঁর বলার ভঙ্গি, শীর্ষ নেতাদের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা তাঁকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। আস্থা জুগিয়েছে প্রবাসে বসবাসকারী ভারতীয়দের। আর সারা বিশ্বও এখন সমীহের চোখে দেখতে শুরু করেছে ভারতকে।