ভূমিকম্পে মৃত্যু মিছিল, কাবুলকে সাহায্যের হাত ভারতের
Afghanistan Earthquake
ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত আফগানিস্তানের সীমান্ত এলাকা। এরমধ্যেই হাজার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত দেড় হাজার। দুই সংখ্যাই বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন বহু মানুষ। ভেঙে পড়েছে বাড়ি ঘর। পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কাজে অসুবিধা হচ্ছে। কাজে নামানো হয়েছে হেলিকপ্টার। দুর্গম এলাকা থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।তালিবানরা কাবুল দখল করার পর এই প্রথম সেদেশে এমন ভয়ঙ্কর ভূমিকম্প হল। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৫.৯। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকটিকা প্রদেশ। সেখানে বাড়ির পর বাড়ি মাটিতে মিশে গেছে।
তালিবান শাসনে এমনিতেই বিপর্যস্ত অবস্থা আফগানিস্তানে। বিদেশি সাহায্যের দিকে তাকিয়ে আছে সেখানকার জনগণ। এরপর ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় আরও অসহায় অবস্থার দিকে ঠেলে দিল দুর্গতদের।