কোয়াড বৈঠকে মোদি বাইডেন (চিত্র)
কোভিড (Covid19)অতিমারি(Pandemic) ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রীর (PM India) প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট(US President)। পাশাপাশি তুলে ধরলেন চিনের (China) ব্যর্থতার ছবি। টোকিওতে (Tokyo)) কোয়াড বৈঠকে (QUAD Meet) মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden)। তিনি বলেন, আয়তন ও জনসংখ্যার নিরিখে দুটোই বিশাল দেশ। কিন্তু প্রধানমন্ত্রী মোদির (Modi) সাফল্য বিশ্বের সামনে উদাহরণ তৈরি করেছে। দেখিয়েছে, কতটা শক্তিধর হতে পারে গণতান্ত্রিক (Democratic System) ব্যবস্থা!
তিনি বলেন চিন রাশিয়ার (Russia) মতো স্বৈরাচারীরা (Autocratic) দ্রুত বদলে যাওয়া দুনিয়াকে আরও ভালভাবে পরিচালনা করতে পারে। কারণ তাদের নেতৃত্ব নিজেরাই সিদ্ধান্ত নেয়। গণতান্ত্রিক কাঠামোর মত দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় না। চিন রাশিয়ার নেতারা একাই সিদ্ধান্ত নেন আর সে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেন" ভারতের বিদেশ মন্ত্রকের (MEA) প্রতিনিধি জানিয়েছেন লিখিত ভাষণ থেকে বেরিয়ে এস এমন মন্তব্য জো বাইডেনের।