SITAKUND_FIRE
বিস্ফোরণের আওয়াজ চার কিলোমিটার ছাড়িয়ে গেছিল । দক্ষিণ চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রতিমূহুর্তে বাড়ছে মৃতের সংখ্যা। বিভিন্ন হাসপাতালে ভর্তি তিনশোর বেশি মানুষ। বেশিরভাগই আশঙ্কাজনক। জানা গেছে, শনিবার সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে আগুন লাগে। ডিপোটিতে জামাকাপড় সহ দাহ্য বস্তু মজুত ছিল। নদীর পাশে হওয়ার বাতাসে আগুন ছড়িয়ে পরে দ্রুত। দমকল কর্মীরা আগুন নেভাচ্ছিলেন। এমন সময় হাইড্রোজেন পার অক্সাইড ভর্তি একটি কন্টেইনারে আগুন নেভানোর জল পড়তেই বিস্ফোরণ। ওই ডিপোতে রাসায়নিক ভর্তি কন্টেনার ছিল জানতেন না দমকল কর্মীরা। স্যাটেলাইট ম্যাপে দেখা যাচ্ছে বিস্ফোরণের সময়ের ভয়াবহতা। সঙ্গে সঙ্গেই মারা যান ৯ দমকল কর্মী। বিস্ফোরণে ঝলসে যান আগুন দেখতে আসা উৎসাহী সাধারণ মানুষ। কি কারণে আগুন তা এখনও স্পষ্ট নয়। গুরুতর আহতদের এয়ার অ্যাম্বুলেন্সে উড়িয়ে নিয়ে আসা হয় ঢাকায়। তবে আহত ও নিহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসার দায়িত্ব নিতে চেয়ে বিবৃতি দিয়েছে বিএম ডিপো কর্তৃপক্ষ।