গুলিবিদ্ধ ইমরান খান
গুলিবিদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Pak PM) ইমরান খান (Imran Khan)। পায়ে গুলি লেগেছে তাঁর। কোনওমতে উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের হয়ে প্রচার চালানোর সময়ই একে ফর্টি সেভেন রাইফেল নিয়ে হামলা চালায় আততায়ী। পাল্টা গুলিতে ওই আততায়ীর মৃত্যু হয়েছে বলে খবর। আততায়ীর গুলিতে আহত হয়েছেন ইমরানের দলের অনেকেই। হামলা চালানোর সময় একটি কন্টেনারে ছিলেন ইমরান খান। তাঁর ডান পায়ে গুলি লাগে।
Tags: