img

Follow us on

Saturday, Jan 18, 2025

PM MODI Outcome of Tokyo: টোকিও থেকে কী আনলেন মোদি?

কোয়াড বৈঠক সেরে দেশে ফিরলেন মোদি (ছবি ট্যুইটার)

  2022-05-25 19:06:12

সফল জাপান সফরের শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। ফিরেই ব্যস্ত হয়ে গেলেন ক্যাবিনেট বৈঠকে। কিন্তু কি পাওয়া গেল জাপান সফর শেষে? জানিয়েছে দেশের বিদেশ মন্ত্রক। 

বিদেশসচিব বিনয় কোয়াত্রা বলেন, কোয়াড বৈঠকে রাষ্ট্রনেতাদের মধ্যে চমৎকার উষ্ণতা ছিল। সকলেই ফলপ্রসূ এবং অর্থপূর্ণ আলোচনা করেছেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সহযোগিতা বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে যৌথভাবে কাজ করতে পরষ্পরকে সাহায্যের বিষয়ে একমত হয়েছেন। সব রাষ্ট্রনেতাই গঠনমূলক এজেন্ডা এবং ইতিবাচক আলোচনার চেষ্টা করেছেন। কোভিড অতিমারি ঠেকাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কথা বলেছেন নেতারা।
 
বিদেশ সচিব জানান, দুপক্ষের কূটনৈতিক আলোচনার মধ্যে দিয়েই সমস্যা রাশিয়া ইউক্রেন সমস্যার সমাধান সম্ভব ভারতের এই অবস্থানকেও কোয়াড সামিটে স্বাগত জানিয়েছেন প্রতিনিধিরা। 

ভারতের প্রস্তাবের সঙ্গেও সহমত হয়েছেন বাকি ১৩দেশের প্রধানরা। এককথায় বলা যায়, কার্যত কোয়াড জিতে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

Tags:

Russia ukraine

PM Modi

MEA

QUAD Meet

Vinay Mohan Kwatra

Cabinet Meeting

Indo Pacific Region 


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর