ঋষি সুনকের গৃহপ্রবেশ
তিনি গর্ব করে বলেন আমি হিন্দু। হিন্দুত্বই আমার পরিচয়। কারণ এই বিশ্বাস মনে শক্তি জোগায়। কাজে সফলতা আনে। আগে নানা সাক্ষাৎকারে এভাবেই নিজের মনের কথা তুলে ধরেছিলেন ঋষি সুনক। আজ যখন তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী, তখন এক অদ্ভূত সমাপতন। একদিকে ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে দীপাবলি উৎসব, অন্যদিকে সেই মুহূর্তেই এক প্রবাসী ভারতীয়ের হাতে উঠে আসছে ব্রিটেনের ক্ষমতা। এ সেই দেশ, যারা ২০০ বছর রাজত্ব করেছিল ভারতীয় উপমহাদেশে। ভারতের ইতিহাসে বারবার উঠে এসেছে লর্ড ক্লাইভ থেকে লর্ড ডালহৌসিদের কথা। এবার যেন চাকা ঘোরানোর পালা। ভাইসরয় বদল। ব্রিটেনে ভারতীয় রাজ। আর এই ক্ষমতার হাতবদলের সময়ই দিকে দিকে জ্বলে উঠছে আলো। আলোর উৎসবের মধ্যে দিয়ে জাজ্বল্যমান হয়ে উঠছে একটা গোটা সভ্যতা।
দীপাবলির সময় শুধু শপথ নেওয়াই নয়, দশ নম্বর ডাউনিং স্ট্রিটে তাঁর গৃহপ্রবেশও হল পুরোপুরি হিন্দু রীতি মেনে। চলল পুজো আচ্চা, গীতা পাঠ। এই গীতা স্পর্শ করেই শপথ নিয়েছিলেন ঋষি। পশ্চিম দুনিয়াকে বুঝিয়ে দিয়েছিলেন, তিনি বহন করছেন সেই সনাতন সংস্কৃতি, যা বারবার আলোর পথ দেখিয়েছে গোটা বিশ্বকে। ১৮৯৩ সালের ১১ই সেপ্টেম্বর শিকাগো সম্মেলনে হিন্দু ধর্মের যে বিজয় পতাকা উড়িয়ে ছিলেন স্বামী বিবেকানন্দ, আজ এত বছর পেরিয়ে এসে ব্রিটেনের বুকে সেই ধর্মের জয়জয়কার। সেদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হলেও ঋষি ছুঁলেন জনপ্রতিনিধিদের সর্বোচ্চ আসন।
আসলে হিন্দু ধর্মের এটাই মাহাত্ম্য। তার ধীশক্তিই তাকে মহৎ করেছে। সকলের মাঝে দিয়েছে সর্বোচ্চ আসন। আজ যখন হিন্দু ধর্মের এক সন্তানকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে ব্রিটেন, তখন ৩৫ বছর আগেই এই ধর্মের মাহাত্ম্যের কথা স্বীকার করেছিলেন মার্গারেট থ্য়াচার। তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি। হাজির ছিলেন হিন্দু স্বয়ং সেবক সঙ্ঘের এক অনুষ্ঠানে।
ব্রিটেনে সংখ্যালঘু হয়েও হিন্দুদের কোনও স্পেশ্যাল স্ট্যাটাস চাইতে হয়নি। বরং তাঁদের শৃঙ্খলিত জীবন অন্য়কে শিখিয়েছে। চিনতে শিখিয়েছে শান্তির পথ। তাই ঋষি সুনকের ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে ওঠা একটা বিশেষ বার্তা বহন করছে হিন্দু সমাজে।
Tags:
Rishi Sunak
rishi sunak prime minister
rishi sunak pm
rishi sunak latest news
rishi sunak uk pm
rishi sunak news
rishi sunak new uk pm
rishi sunak hindu
rishi sunak oath
rishi sunak religion
rishi sunak india
rishi sunak indian
hindu rishi sunak
rishi sunak diwali
Indian-Raj at Britain
Rishi Sunak celebrates hindu culture
Rishi Sunak hindu culture