modi_kid
দু'দিনের সফরে জাপানে (Japan Visit) প্রধানমন্ত্রী মোদি (Modi)। জাপান প্রবাসী ভারতীয়রা (Non Resident Indian) এইভাবেই স্বাগত দেশের প্রধানমন্ত্রীকে (PM Modi)। স্লোগান শাউটিং (Har Har Modi) হোটেল নিউ ওটানির বাইরে প্রবাসীদের (NRI) সঙ্গে কিচ্ছুক্ষণ সময় কাটালেন মোদি। সঙ্গে উঠল একাধিক সেলফিও। তবে, কিশোর কিশোরীদের সঙ্গেই অনেক বেশি স্বচ্ছন্দ মনে হল প্রধানমন্ত্রীকে। পাশেই হাতে স্বাগত প্ল্যাকার্ড (Welcome Placard) নিয়ে দাঁড়িয়ে ছিল তাঁরা। প্রত্যেকের সঙ্গে কথা বললেন। সই (Autograph) বিলোলেন। আঁকা ছবি দেখলেন। গল্প করলেন। রিৎশুকি কাবুইয়াশি নামে একটি জাপানি কিশোর (Japani Boy) কেড়ে নিল প্রধানমন্ত্রীর যাবতীয় আকর্ষণ (Impressed)। সে নিজের আঁকা আর লেখা নিয়ে গেছিল ভারতের প্রধানমন্ত্রীকে দেখাবে বলে। জাপানি কিশোরের হিন্দি (Hindi) লেখায় মুগ্ধ নরেন্দ্র মোদি। সই দিলেন তাঁর দিদিকেও। সে এঁকেছিল স্বয়ং নরেন্দ্র মোদিকেই। এর আগে সকালে টোকিও (Tokyo) বিমানবন্দরে (AirPort) নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদিনের সফরে কোয়াডের (QUAD Meet) চতুর্থ বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। চার রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করবেন তিনি। আমেরিকান প্রেসিডেন্ট অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে থাকবেন জাপানের প্রধানমন্ত্রীও।